মঙ্গলবার , ৩১ মার্চ ২০২০ | ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

টাকা সাবান দিয়ে ধোবেন না

Paris
মার্চ ৩১, ২০২০ ৬:৪৪ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

প্লিজ টাকা সাবান দিয়ে ধোবেন না, আয়রন করবেন না। এটা রাষ্ট্রীয় সম্পদ, নষ্ট হয়ে যাবে। তার চেয়ে একটা বক্স বানান। তাতে লিখে রাখুন ‘সন্দেহজনক করোনা মিশ্রিত’ টাকার বক্স।

ছোটবেলা যেভাবে মাটির ব্যংকে টাকা পয়সা জমাতেন, কোন টাকা পয়সা করোনাভাইরাস সংস্পর্শে এসেছে মনে হলে টাকা বা কয়েনটি ঠিক সেভাবে ওই বক্সে রাখুন। বেশি না দু’একদিন। রোদে শুকাতে পারেন আদ্র হলে। আমি তাই করছি।

মনে রাখবেন, টাকা, হার্ডবোর্ড, কাগজ এসবে করোনাভাইরাস বেশিক্ষণ বেঁচে থাকতে পারে না। কয়েক ঘন্টা মাত্র। অথবা বেশি হলে দু-তিন দিন। তাই আপাতত যে পদ্ধতি বললাম, সেটাই করুন। আর টাকাকে ক’দিন পরপর ব্যবহার করুন।

তবে মূল কথা হলো, টাকা পয়সা স্পর্শ করার পর আপনার যুগল হস্ত সাবান দিয়ে ধুবেন। মানুষ ঘন্টায় ২০ বার অজান্তে নিজের মুখে-নাকে হাত দেয়। তাই আপনার হাতকে প্রয়োজনে বেঁধে রাখেন।

আর গ্লাভস পরে নাকে মুখে চুলে কপালে স্পর্শ করবেন না। এক গ্লাভস বার বার ব্যবহার করবেন না। যদি করতেই হয়, গ্লাভস ও বার বার সাবান পানিতে ধুয়ে নেবেন।

সর্বশেষ - লাইফ স্টাইল