জো বাইডেনের ডিজিটাল ক্যাম্পেইন প্রধান হলেন ভারতীয় বংশোদ্ভূত মেধা

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের আর বাকি মাত্র চার মাস। সম্প্রতি করা এক জরিপের ফলে দেখা যায়, বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চেয়ে বিপুল ব্যবধানে এগিয়ে ডেমোক্রেট প্রার্থী জো বাইডেন। আগামী ৩ নভেম্বর হবে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন৷ এরই মধ্যে শুরু হয়ে গেছে ভোটের উত্তাপ৷ শুরু হয়েছে প্রার্থীদের প্রচার-প্রচারণা৷

এদিকে ডেমোক্র্যাটিক প্রেসিডেন্সিয়াল প্রার্থী জো বাইডেনের ডিজিটাল প্রচার টিমের প্রধানের দায়িত্ব পেয়েছেন ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিক মেধা রাজ৷ করোনা পরিস্থিতিতে এ বারের নির্বাচনী প্রচার একেবারেই ভার্চুয়াল হচ্ছে৷ তাই মেধার কাছে এটা একটি অত্যন্ত গুরুদায়িত্ব৷

ডিজিটাল প্রচারে জো বাইডেনের জনসংযোগ ঠিক মতো বজায় রাখা, মানুষের মনের মধ্যে প্রভাব বিস্তার করার দায়িত্ব মেধা ও তার দলের কাঁধে৷ লিংকডিন-এ মেধা লিখেছেন, ‘আমি জো বাইডেনের প্রচারে ডিজিটাল চিফ স্টাফ হিসেবে যোগ দিলাম৷ নির্বাচন আর মাত্র ১৩০ দিন বাকি৷ আমাদের এক মিনিটও সময় নষ্ট করা যাবে না৷’

সংবাদমাধ্যম সিএনএন এই খবরটি প্রথম সম্প্রচার করে৷ করোনা ভাইরাস মহামারির কারণে জো বাইডেন তার ভোটের প্রচার পুরোটাই সারছেন ভার্চুয়ালি৷ কারণ করোনায় অত্যন্ত ক্ষতিগ্রস্থ মার্কিন যুক্তরাষ্ট্র৷

সূত্র- নিউজ ১৮।