মঙ্গলবার , ১৯ জুলাই ২০১৬ | ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

জার্মানিতে ট্রেনে আফগান কিশোরের কুঠার হামলা

Paris
জুলাই ১৯, ২০১৬ ১০:৪০ পূর্বাহ্ণ

সিল্কসিটি নিউজ ডেস্ক:
জার্মানির দক্ষিণাঞ্চলে একটি ট্রেনে কুঠার ও ছুরি নিয়ে হামলা করেছে এক আফগান কিশোর শরণার্থী। এতে চার ব্যক্তি জখম হয়েছে। পরে হামলাকারী কিশোর পুলিশের গুলিতে নিহত হয়।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, গতকাল সোমবার রাতে জার্মানির বাবারিয়ার বুজবুর্গে এই ঘটনা ঘটে।

বিবিসি অনলাইনের প্রতিবেদনে বলা হয়, আহত চারজনের মধ্যে তিনজনের আঘাত গুরুতর। অন্যজন সামান্য আহত হয়েছে।

হামলার উদ্দেশ্য এখনো স্পষ্ট নয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

বাবারিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী জোয়াসিম হারমানের ভাষ্য, হামলাকারী কিশোরের বয়স ১৭ বছর। এই আফগান শরণার্থী পাশের একটি শহরে বাস করত।

হামলার পরিপ্রেক্ষিতে তৎপর জরুরি বিভাগের কর্মীরা। ছবি: রয়টার্সকর্মকর্তাদের বরাত দিয়ে বলছে, স্থানীয় সময় রাত সোয়া নয়টার দিকে ট্রেনে যাত্রীদের ওপর হামলা হয়।

পুলিশের এক মুখপাত্রের ভাষ্য, ট্রেনটি বুজবুর্গে আসার কিছুক্ষণের মধ্যে কুঠার ও ছুরি নিয়ে এক কিশোর যাত্রীদের ওপর হামলা করে।

পুলিশ বলছে, একপর্যায়ে হামলাকারী ট্রেন থেকে নেমে পালায়। পুলিশ তাকে ধাওয়া করে। পরে পুলিশের গুলিতে সে নিহত হয়।

কিছু প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে জার্মানির গণমাধ্যমে বলা হচ্ছে, হামলার সময় ওই কিশোরকে ‘আল্লাহু আকবর’ বলে চিৎকার করতে শোনা গেছে।

সূত্র: প্রথম আলো

সর্বশেষ - আন্তর্জাতিক