ছবিতে পোশাক শ্রমিকদের বিক্ষোভ

সিল্কসিটিনিউজ ডেস্ক:
পোশাকশ্রমিকদের বিক্ষোভ চলছেই। সপ্তাহের প্রথম কর্মদিবস আজ রোববারও ঢাকার অদূরে আশুলিয়া ও সাভারে শ্রমিকেরা বিক্ষোভ করছেন। বিক্ষোভের কারণে আশুলিয়ার জামগড়া ও নরসিংহপুরের অন্তত ৫০টি কারখানা বন্ধ করে দেওয়া হয়েছে। পুলিশের সঙ্গে শ্রমিকদের দফায় দফায় সংঘর্ষ হয়েছে।
বেতন নিয়ে অসন্তোষের জেরে তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা রাস্তায় নেমে আসেন। সপ্তাহের প্রথম কর্মদিবস আজ রোববার আশুলিয়া ও সাভারে শ্রমিকেরা বিক্ষোভ করেন।বেতন নিয়ে অসন্তোষের জেরে তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা রাস্তায় নেমে আসেন। সপ্তাহের প্রথম কর্মদিবস আজ রোববার আশুলিয়া ও সাভারে শ্রমিকেরা বিক্ষোভ করেন।শ্রমিকদের বিক্ষোভের একপর্যায়ে জলকামান দিয়ে তাঁদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ।শ্রমিকদের বিক্ষোভের একপর্যায়ে জলকামান দিয়ে তাঁদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ।আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশের তৎপরতা।আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশের তৎপরতা।পোশাকশ্রমিকদের বিক্ষোভের কারণে আশুলিয়ার জামগড়া ও নরসিংহপুরের অন্তত ৫০টি কারখানা বন্ধ করে দেওয়া হয়েছে। পুলিশের সঙ্গে শ্রমিকদের দফায় দফায় সংঘর্ষ হয়েছে।পোশাকশ্রমিকদের বিক্ষোভের কারণে আশুলিয়ার জামগড়া ও নরসিংহপুরের অন্তত ৫০টি কারখানা বন্ধ করে দেওয়া হয়েছে। পুলিশের সঙ্গে শ্রমিকদের দফায় দফায় সংঘর্ষ হয়েছে।বর্তমান বেতনকাঠামো নিয়ে পোশাকশ্রমিকদের মধ্যে অসন্তোষ আছে। এরই জেরে রাস্তায় নেমে অবরোধসহ নানা কর্মসূচি পালন করছেন শ্রমিকেরা।বর্তমান বেতনকাঠামো নিয়ে পোশাকশ্রমিকদের মধ্যে অসন্তোষ আছে। এরই জেরে রাস্তায় নেমে অবরোধসহ নানা কর্মসূচি পালন করছেন শ্রমিকেরা।পুলিশ জলকামান, কাঁদানে গ্যাসের শেল ব্যবহার করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়।পুলিশ জলকামান, কাঁদানে গ্যাসের শেল ব্যবহার করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়।আশুলিয়ায় গার্মেন্টস শ্রমিকেরা আজও বিক্ষোভ-ভাঙচুর করেন। পুলিশ ছত্রভঙ্গ করতে গেলে দুই পক্ষ সংঘর্ষ জড়িয়ে পড়ে।আশুলিয়ায় গার্মেন্টস শ্রমিকেরা আজও বিক্ষোভ-ভাঙচুর করেন। পুলিশ ছত্রভঙ্গ করতে গেলে দুই পক্ষ সংঘর্ষ জড়িয়ে পড়ে।সংঘর্ষ চলাকালে পুলিশ ও শ্রমিকেরা মারমুখী অবস্থানে চলে যান।সংঘর্ষ চলাকালে পুলিশ ও শ্রমিকেরা মারমুখী অবস্থানে চলে যান।