রবিবার , ২৮ আগস্ট ২০১৬ | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত এলাকা থেকে ৩ কেজি হেরোইন উদ্ধার

Paris
আগস্ট ২৮, ২০১৬ ১০:৩৯ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:
চাাঁপাইনবাবগঞ্জ সীমান্ত এলাকা দিয়ে পাচার করে আনার সময় ৩ কেজি ২০০ গ্রাম হেরোইন আটক করেছে বিজিবি। শনিবার রাত পৌনে নয়টার দিকে হেরোইন গুলো উদ্ধার করা হয়।

 

  • এ ঘটনায় হেরোইনের দুই মালিক গোদাগাড়ীর মাদারপুর এলাকার মুজিবুর রহমানের ছেলে টিপু মিয়া (৩০) ও চাঁপাইনবাবগঞ্জের কোদালকাঠি এলাকার তাহসানের ছেলে শফিকুল ইসলাম (৪৫) পলাতক রয়েছে।

বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ বকচর পোষ্টের একটি বিশেষ টহলদল কমান্ডার নায়েব সুবেদার রেজাউল করিমের নেতৃত্বে চর রাণীনগর কবরস্থান এলাকায় অভিযান চালায়।

 

এসময় ফেলে রেখে যাওয়া ৩ কেজি ২০০ গ্রাম ভারতীয় হেরোইন আটক করা হয়। আটককৃত হেরোইনের আনুমানিক ৬৪ লাখ টাকা।

 

তবে টহল দলের উপস্থিতি টের পেয়ে হেরোইন ফেলে পালিয়ে যায় এর মালিক টিপু মিয়া ও শফিকুল ইসলাম। পরে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

 

স/আর

সর্বশেষ - রাজশাহীর খবর