রবিবার , ২৭ আগস্ট ২০২৩ | ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

চার নভোচারীকে মহাকাশে পাঠাল নাসা

Paris
আগস্ট ২৭, ২০২৩ ৯:১০ অপরাহ্ণ

সিল্কসিটি নিউজ ডেস্ক :
ক্রু-৭ মিশনের নেতৃত্বে রয়েছেন আমেরিকান জেসমিন মোগবেলি। সঙ্গে রয়েছেন ডেনমার্কের মোগেনসেন, জাপানের ফুরুকাওয়া ও রাশিয়ার কনস্টান্টিন বোরিসভ।

স্পেসএক্সের ড্রাগন নামে মহাকাশযানটিকে বহন করে নিয়ে যাচ্ছে ফ্যালকন ৯। শনিবার স্থানীয় সময় রাত ৩টা ২৭ মিনিটে ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টারের লঞ্চ কমপ্লেক্স থেকে রকেটটি ছেড়ে যায়।

এই উৎক্ষেপণ দেখতে প্রায় ১০ হাজার মানুষ জড়ো হয়। পরে নাসা এক্সে (আগে টুইটার নামে পরিচিত) তাদের যাত্রা শুরুর বিষয়টি জানায়।

ফ্যালকন ৯ রকেট থেকে ড্রাগন ক্রাফটটি আলাদা হওয়ার পরপরই মিশন কন্ট্রোল রুমে উদযাপনের শব্দ শোনা যায়।

ড্রাগন আলাদা হওয়ার পর মোগবেলি বলেন, চার দেশ থেকে আসা চারজন এই যানে রয়েছি। তবে আমরা একটি দল হিসেবে একই মিশনে রয়েছি।

সর্বশেষ - আন্তর্জাতিক