বুধবার , ১৭ জানুয়ারি ২০১৮ | ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে একজনকে গুলি, আরেকজনকে ধরে নিয়ে গেছে বিএসএফ

Paris
জানুয়ারি ১৭, ২০১৮ ১১:১৪ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বাংলাদেশী  এক গরু ব্যবসায়ীকে গুলি করে আহত করেছে বিএসএফ সদস্যরা। এছাড়াো  আরেকজনকে ধরে নিয়ে গেছে তারা।

সোমবার রাতে এ ঘটনা ঘটে। আহত গরু ব্যবসায়ী বিকল হোসেনকে (৩৩) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার বাড়ি শিবগঞ্জের পারচোকা মনাকষা গ্রামে।

ধরে নিয়ে যাওয়া আরেক গরু ব্যবসায়ী হলেন সাজ্জাদ হোসেন (২৮)। তিনি ওই এলাকার লাল মোহাম্মদের ছেলে।

আহত বিকল জানান, তিনি এবং সাজ্জাদ হোসেন দুজনে মিলে বাংলাদেশ সীমান্ত পার হয়ে ভারতে যান গরু আনতে। কিন্তু ফেরার পথে বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে আহত হলেও পালিয়ে আসতে সক্ষম হন বিকল; কিন্তু সাজ্জাদকে ধরে নিয়ে যায় বিএসএফ।

পরে আহত বিকল বাসায় ফিরলে পুলিশের সহযোগিতায় আজ মঙ্গলবার সকালে তাকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়।

স/আর

সর্বশেষ - রাজশাহীর খবর