শনিবার , ৯ অক্টোবর ২০২১ | ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

গ্রান্ড স্লাম জয়ের পর প্রথম হারের মুখ দেখলেন রাদুকানু

Paris
অক্টোবর ৯, ২০২১ ১:১৩ অপরাহ্ণ

অবশেষে মাটিতে পা পড়লো ব্রিটিশ টেনিসকন্যা এমা রাদুকানুর। ১৮ বছর বয়সী এ টেনিস তারকা গত মাসে ইউএসে ওপেনে জিতেছিলেন ক্যারিয়ারের প্রথম গ্রান্ড স্লাম। এরপর কোচ অ্যান্ড্রু রিচার্ডসনকে ছাঁটাই করে দিয়েছিলেন এমা। ৮ বছর এমাকে কোচিং করিয়েছিলেন অ্যান্ড্রু রিচার্ডসন।

স্থায়ী কোচ ছাড়া ইন্ডিয়ান ওয়েলসে খেলে শুক্রবার রাতে ২২ তম বাছাই এমা হেরেছেন ১০০ তম বাছাই বেলারুশের আলিয়াক্সান্দ্রা সাসনোভিচের (২৭) সাথে। ৬-২ ৬-৪ সেটে হেরেছেন এমা। ম্যাচটি জিততে পারলে টানা ১১টি ম্যাচ জয়ের রেকর্ড হতো তার।

ম্যাচের পর এমা জানান, এ ম্যাচে আলিয়াক্সান্দ্রা সাসনোভিচ তার কৌশলগুলো ঠিকভাবে কাজে লাগাতে পেরেছে। সে আমার চেয়ে ভালো খেলেছে এবং জয়টা তার প্রাপ্য।

১০ দিন পর মস্কোতে ক্রেমলিন কাপ খেলতে যাচ্ছেন এমা।

 

সূত্রঃ বাংলাদেশ প্রতিদিন

সর্বশেষ - খেলা