বুধবার , ২৪ আগস্ট ২০১৬ | ১লা আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

গ্যাসের প্রভাবে মরেছে মাছ, গাছের পাতা ধূসর

Paris
আগস্ট ২৪, ২০১৬ ১২:৩৯ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

চট্টগ্রামে ড্যাপ সার কারখানা থেকে নিঃসরিত অ্যামোনিয়া গ্যাসের বিরূপ প্রভাবে পড়েছে পরিবেশ-প্রকৃতির ওপর।

মারা গেছে কোটি টাকার মাছসহ জলজপ্রাণি, ধূসর হয়ে গেছে এলাকার গাছের পাতার রং। মানুষও রেহাই পায়নি এর প্রতিক্রিয়া থেকে।

গত সোমবার গভীর রাতে অ্যামোনিয়া গ্যাসের ট্যাঙ্ক বিস্ফোরণের পর মঙ্গলবার বিকেল থেকেই আনোয়ারা উপজেলার রাঙাদিয়া সার কারখানার এলাকার আশেপাশের বিভিন্ন জলাশয়ে মাছ ও বিভিন্ন জলজপ্রাণি মরে ভেসে উঠতে দেখা গেছে। বুধবারও এই দৃশ্য আরো প্রকট হয়ে উঠেছে।

আনোয়ারা এলাকার মৎস্য খামারি এএইচ এন্টারপ্রাইজের ম্যানেজিং পার্টনার শিমুল সেন রাইজিংবিডিকে জানান, কারখানার পাশেই তার বড় খামার রয়েছে। সোমবার রাতে অ্যামোনিয়া গ্যাসের ট্যাঙ্ক বিস্ফোরণের পর মঙ্গলবার ও বুধবার খামারের প্রায় কোটি টাকার মাছ মরে ভেসে উঠেছে।

স্থানীয়রা জানান, রাতে বিস্ফোরণে ৫০০ টন অ্যামোনিয়া ধারণ ক্ষমতার ট্যাঙ্কটি প্রায় ৫০ ফুট দূরে গিয়ে দুমরে মুচড়ে গেছে। এতে এই ট্যাঙ্ক থেকে কমপক্ষে ৩০০ টন তরল অ্যামোনিয়া জলাশয়ে ছড়িয়ে পড়ে।

এ ছাড়া বাস্পায়িত হয়ে অ্যামোনিয়া গ্যাস পুরো বন্দরনগরীতে ছড়িয়ে পড়ে। এতে অর্ধশতাধিক মানুষ অসুস্থ হয়েছে। এলাকার গাছপালার পাতার রং বদলে গেছে।

CTG

ঘটনার পর বিসিআইসির চেয়ারম্যান মোহাম্মদ ইকবাল এবং চট্টগ্রামের জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষয়ক্ষতি সম্পর্কে অবহিত হন। এ সময় তারা ক্ষতিগ্রস্থদের উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস প্রদান করেন।

বিসিআইসির চেয়ারম্যান মোহাম্মদ ইকবাল জানান, ঘটনা তদন্তে ১০ সদস্যের কারিগরি কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রতিবেদন পেলে ক্ষতিগ্রস্থদের ক্ষতিপূরণ দেওয়ার উদ্যোগ নেওয়া হবে।

এদিকে অ্যামোনিয়া গ্যাসে এলাকার পরিবেশগত ক্ষয়ক্ষতি নিরূপণে কাজ শুরু করেছে চট্টগ্রাম পরিবেশ অধিদপ্তর।
সূত্র: রাইজিংবিডি

সর্বশেষ - জাতীয়