সোমবার , ১৬ অক্টোবর ২০২৩ | ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

গোমস্তাপুরে চালু হলো অনার্স পরীক্ষা কেন্দ্র

Paris
অক্টোবর ১৬, ২০২৩ ৬:৩০ অপরাহ্ণ

গোমস্তাপুর প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুরে প্রথমবারের মতো অনার্স পরীক্ষা কেন্দ্র চালু হয়েছে। রহনপুর মহিলা কলেজ কেন্দ্রে সোমবার থেকে শুরু হওয়া অনার্স প্রথম বর্ষের পরীক্ষা গ্রহনের মধ্যদিয়ে উপজেলায় অনার্স পরীক্ষা কেন্দ্রের কার্যক্রম চালু হলো। প্রথমদিনে  এ কেন্দ্রে রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজের ৩৯৭ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়।
পরীক্ষায় অংশ নেয়া পরীক্ষার্থীরা জানায়, আগে প্রায় ৩৫ কি:মি: পথ পাড়ি দিয়ে জেলা সদর চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন কেন্দ্রে পরীক্ষা দিতে হতো। এলাকার জাতীয় সংসদ সদস্য জিয়াউর রহমানের ঐকান্তিক প্রচেষ্টায় গত ১৯ সেপ্টেম্বর জাতীয় বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ  উপজেলায় প্রথমবারের মতো রহনপুর মহিলা কলেজে অনার্স পরীক্ষা কেন্দ্র হিসেবে প্রজ্ঞাপন জারি করে। এজন্য পরীক্ষার্থীরা এলাকার জাতীয় সংসদ সদস্য জিয়াউর রহমানসহ সংশ্লিষ্টদের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করে।

সর্বশেষ - রাজশাহীর খবর