বৃহস্পতিবার , ২৬ অক্টোবর ২০১৭ | ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

গোদাগাড়ীতে জেএসসি ও সমমানের পরীক্ষার্থী ৬ হাজার ৮৯ জন

Paris
অক্টোবর ২৬, ২০১৭ ৪:২৫ অপরাহ্ণ

গোদাগাড়ী প্রতিনিধি:
আগামী ১ নভেম্বর থেকে শুরু হতে যাচ্ছে জেএসসি জেডিসি ও ভকেশনাল সমমানের পরীক্ষা। এতে এবারে রাজশাহীর গোদাগাড়ীতে ৬ হাজার ৮৯ জন পরীক্ষার্থী অংশগ্রহন করতে যাচ্ছে। আর এই পরীক্ষা সুষ্ঠ ভাবে সম্পন্ন করার জন্য উপজেলা মাধ্যমিক অফিস ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ইতো মধ্যেসকল কার্যক্রম সম্পন্ন করার জন্য প্রস্তুতি গ্রহণ ও প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন।

উপজেলা মাধ্যমিক অফিস হতে জানা যায়, এবারে উপজেলায় জেএসসি ও সমানের পরীক্ষায় ৬ হাজার ৮৯ জন অংশ গ্রহণ করবে। এসব পরীক্ষা পাঁচটি কেন্দ্রে অনুষ্ঠিত হবে। জেসসি পরীক্ষার্থী ৪ হাজার ৯৫৫ জন, জেডিসি (মাদ্রাসা) পরীক্ষার্থী ৮৭৪ জন এবং ভকেশনাল শাখার ২৬০ জন শিক্ষার্থী অংশ গ্রহণ করবে।

গোদাগাড়ী স্কুল এ্যান্ড কলেজে, প্রেমতলী সুকবাসিয়া উচ্চ বিদ্যালয় ও কাকনহাট উচ্চ বিদ্যালয়ে মাধ্যমিকের এবং শাহ সুলতান কামিল মাদ্রাসা ও কাকনহাট ফাজিল মাদ্রাসায় জেডিসি শিক্ষার্থীদের পরীক্ষা নেওয়া হবে।

গোদাগাড়ী উপজেলা মাধ্যমিক অফিসার মোঃ শামসুল কবির বলেন, পরীক্ষা সুষ্ঠ ভাবে গ্রহণ করার জন্য সকল ধরের প্রস্তুতি নেওয়া হচ্ছে আশা করি পরীক্ষা ভাল ভাবেই শেষ হবে।
স/শ

সর্বশেষ - রাজশাহীর খবর