মঙ্গলবার , ৯ মার্চ ২০২১ | ১লা আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

গাজীপুরে পোষাক কারখানায় আগুন, ৫ শ্রমিক আহত

Paris
মার্চ ৯, ২০২১ ১০:৪৪ অপরাহ্ণ

গাজীপুরের জিরানী এলাকাযর নর্দান ফ্যাশন লিমিটেড কারখানায় আগুন লেগেছে। এতে ওই পোষাক কারখানার বিপুল পরিমাণ ফ্যাব্রিক্স ও মেশিন পুড়ে গেছে।

মঙ্গলবার (৯ মার্চ) সন্ধ‌্যা ৬টার দিকে আগুন লাগে। আগুন নেভাতে গিয়ে কারখানার পাঁচ শ্রমিক আহত হয়েছেন।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল আলীম বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তবে তাৎক্ষণিভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

প্রত‌্যক্ষদর্শীদের বরাত দিয়ে তিনি জানান, সন্ধ‌্যা ৬টার দিকে ওই কারখানার তৃতীয় তলায় কাটিং সেকশন থেকে আগুন সূত্রপাত হয়। আগুন দ্রুত পুরো ফ্লোরে ছড়িয়ে পড়ে। এতে তৃতীয় তলায় থাকা বিপুল পরিমাণ ফেব্রিক্স ও মেশিন পুড়ে যায়।

সাভার ইপিজেড, কালিয়াকৈর, কাশিমপুর ডিবিএল ও জয়দেবপুর ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুন লাগার পর হুড়োহুড়ি করে নিচে নামতে গিয়ে এবং আগুন নেভাতে গিয়ে কারখানার প্রশাসনিক কর্মকর্তা রেজাউল করিম হৃদয় (৩৫) ও কাটিং সেকশনের শ্রমিক সোহেলসহ (২৭) পাঁচ শ্রমিক আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে স্থানীয় ক্লিনিক ও হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সর্বশেষ - জাতীয়