শনিবার , ২১ সেপ্টেম্বর ২০২৪ | ৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

‘গাজায় শিশুদের এমন নিদারুণ মৃত্যু ইতিহাসে মেলা কঠিন’

Paris
সেপ্টেম্বর ২১, ২০২৪ ১১:৫১ পূর্বাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক :

ইসরায়েলের বিরুদ্ধে গাজায় শিশুদের অধিকার রক্ষার বৈশ্বিক চুক্তির মারাত্মক লঙ্ঘন করার অভিযোগ তুলেছে জাতিসংঘের একটি কমিটি। কমিটি বলেছে, গাজায় ইসরায়েলের সামরিক পদক্ষেপ শিশুদের জীবনে বিপর্যয়কর প্রভাব ফেলেছে। গত বৃহস্পতিবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কমিটির ভাইস চেয়ারপারসন ব্রাগি গুডর্ব্যান্ডসন বলেন, গাজায় শিশুদের এমন নিদারুণ মৃত্যু বলতে গেলে ইতিহাসে মেলা কঠিন।

গাজায় সাম্প্রতিক ইতিহাসে শিশুদের অধিকার রক্ষার বৈশ্বিক চুক্তির সবচেয়ে বড় লঙ্ঘন ইসরায়েল করেছে।

গত অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের প্রতিশোধমূলক হামলা শুরুর পর থেকে ৪০ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। নিহতদের মধ্যে ১৫ হাজারের বেশি শিশু-কিশোর

ভাইস চেয়ারপারসন ব্রাগি গুডর্ব্যান্ডসন আরো বলেন, এটি আসলেই ইতিহাসের এক অন্ধকার স্থান। তিনি বলেন, ‘শিশুদের অধিকার রক্ষার চুক্তির এত ব্যাপক মাত্রায় লঙ্ঘনের চিত্র গাজার আগে কোথাও দেখেছি বলে মনে করি না।

ব্রিটিশ ত্রাণ সংস্থা সেভ দ্য চিলড্রেন গত জুনে এক প্রতিবেদনে বলেছে, গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া হতাহতের তালিকার বাইরেও হাজারো শিশু ধ্বংসস্তূপে চাপা পড়ে গেছে বলে ধারণা করা হয়।

গাজাজুড়ে ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা চলছেই।গতকাল শুক্রবার গাজা সিটি, নুসেইরাত শরণার্থীশিবিরসহ বিভিন্ন স্থানে হামলায় অন্তত ১৭ জন নিহত হওয়ার খবর মিলেছে। গাজায় গতকাল ২২২টি ত্রাণের ট্রাক ঢুকেছে বলে ইসরায়েল দাবি করেছে।

 

সূত্র: কালের কণ্ঠ

সর্বশেষ - আন্তর্জাতিক