সিল্কসিটিনিউজ ডেস্ক :
গজল আঙ্গিকে বাংলা গান নিয়ে আসছেন বাপ্পা মজুমদার। প্রজেক্টটির নাম ‘অনুভব’। বাপ্পা জানান, এতে যেমন এ প্রজন্মের মেধাবী শিল্পী টিনা রাসেল গাইবেন তেমনি কিংবদন্তি রুনা লায়লাও গাইবার সম্মতি দিয়েছেন। মাঝে থাকবেন বিভিন্ন প্রজন্মের শিল্পীরা। সঙ্গে বাপ্পা নিজেও থাকছেন। যার মাধ্যমে তুলে ধরবেন গজল ঘরানার একঝাঁক মৌলিক বাংলা গান।
এসব তথ্য জানাতে এবং এই প্রজেক্টের প্রথম দুটি গান শোনাতে ৩ নভেম্বর রাতে বাপ্পা মজুমদার ডেকে নেন রাজধানীর এক রেস্তোরাঁয়। সেখানে ডেকে পরিচয় করিয়ে দেন এই প্রজেক্টে তার অন্যতম সহযোদ্ধা গালিব হাসানকে। যিনি এই ‘অনুভব’ প্রজেক্টের সবগুলো গান লিখবেন। যার সবগুলোর সুর-সংগীতায়োজন ও গ্লোবাল পরিবেশনায় থাকবেন বাপ্পা মজুমদার।
ওই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শিল্পী তানভীর আলম সজীব, টিনা রাসেল, ইউসুফ ও সোমনূর মনির কোনাল।
অতিথি হিসেবে ছিলেন নির্মাতা ও সংগীতশিল্পী মাসুদ হাসান উজ্জ্বল, সাংবাদিক ও গীতিকবি জুলফিকার রাসেল, নির্মাতা সৈকত রেজা, গীতিকবি শাহান কবন্ধ, লেখক ও সাংবাদিক হক ফারুক আহমেদ, কণ্ঠশিল্পী এলিটা করিমসহ অনেকেই।
এই প্রজেক্ট প্রসঙ্গে বাপ্পা মজুমদার তার সহযোদ্ধা গালিব হাসানকে পাশে রেখে বলেন, গজল ধারার গান করার ইচ্ছা বা চেষ্টা বরাবরই আমার ভেতর ছিল। এ পর্যন্ত প্রায় সব ধরনের গানই তো করেছি। এবার গালিব ভাইর সাহস নিয়ে পুরো একটা গজল প্রজেক্ট সাজাতে চাই। আমি চাই দেশের সব অসাধারণ শিল্পীরা এই প্রজেক্টে থাকুন। খুশির খবর হলো, এরমধ্যে শ্রদ্ধেয় রুনা লায়লার সঙ্গে কথা হয়েছে। তিনি সম্মতি দিয়েছেন। এটা আমাদের জন্য অনেক বড় প্রাপ্তি। আশা করছি সামনে আরও অনেকেই যুক্ত হবেন, যারা বাংলা সংগীতের জন্য অমিত সম্ভাবনার অথবা গুরুত্বপূর্ণ মানুষ।
এরপর ‘অনুভব’ প্রজেক্টের দুটি গানের ভিডিও প্রদর্শিত হলো প্রজেক্টরে। দুটোই গেয়েছেন বাপ্পা মজুমদার। যে গান দুটির মাধ্যমে উপস্থিত শ্রোতামনে মিষ্টি একটা আবহ যেন ছড়িয়ে দিলেন বাপ্পা। এখানেই শেষ নয়, ভিডিওগানের পালা শেষে বাপ্পার নেতৃত্বে পরিবেশিত হলো সরাসরি গানও। গাইলেন বাপ্পা ছাড়াও তানভীর আলম সজীব, কোনাল ও টিনা রাসেল। তবে সবাই গাইলেন যার যার পছন্দের পুরনো গান।
অনুভব’ আনুষ্ঠানিকতা ছিল এটুকুই, সাদামাটা সুরেলা সুন্দর।
‘অনুভব’ প্রজেক্টের প্রকাশিত গান দুটির ভিডিও নির্মাণ করেছেন সৈকত রেজা। গানগুলো ফেসবুক, ইউটিউব, স্পটিফাইসহ দেশি বিদেশি প্রায় সব ভিডিও ও অডিও স্ট্রিমিং প্ল্যাটফর্মে প্রকাশ হয়েছে ৩ নভেম্বর রাতেই।
সূত্র: যুগান্তর