সোমবার , ২২ জানুয়ারি ২০২৪ | ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

খানসামায় এসিল্যান্ডকে বিদায় সংবর্ধনা 

Paris
জানুয়ারি ২২, ২০২৪ ৬:৩০ অপরাহ্ণ

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের খানসামা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মারুফ হাসানকে পদোন্নতিজনিত বিদায় সংবর্ধনা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করেন, উপজেলা অফিসার্স ক্লাব ও উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
আজ সোমবার (২২ জানুয়ারি) দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
জানা যায়, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মারুফ হাসান এসিল্যান্ড থেকে সিনিয়র সহকারী কমিশনার পদে পদোন্নতি পেয়েছেন। তাই নতুন কর্মস্থল রংপুর বিভাগীয় কার্যালয়ে যোগদান ও খানসামা থেকে বদলিজনিত কারণে এ বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়। তিনি ২০২১ সালের জুলাই মাসের ৭ তারিখে এসিল্যান্ড হিসেবে খানসামা যোগদান করেছিলেন।
সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও অফিসার্স ক্লাবের সভাপতি মো. তাজ উদ্দিনের সভাপতিত্বে এবং উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা রেজাউল করিমের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান সফিউল আযম চৌধুরী লায়ন, উপজেলা ভাইস চেয়ারম্যান এটিএম সুজাউদ্দীন লুহিন শাহ্, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা পারভীন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাহারুল ইসলাম। এ ছাড়াও উপস্থিত ছিলেন, অফিসার্স ক্লাবের সকল সদস্য ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, সাংবাদিকগণ প্রমূখ।
ছবির ক্যাপশন: খানসামায় পদোন্নতিজনিত বিদায়ী এসিল্যান্ড মারুফ হাসানকে সম্মাননা ক্রেস্ট তুলে দিচ্ছেন অতিথিবৃন্দ।

সর্বশেষ - সব খবর