বুধবার , ২৫ ডিসেম্বর ২০১৯ | ১লা আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

ক্রিকেট অস্ট্রেলিয়ার দশকসেরা ওয়ানডে একাদশেও সাকিব

Paris
ডিসেম্বর ২৫, ২০১৯ ১০:০৭ পূর্বাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

উইজডেনের গত এক দশকের সেরা ওয়ানডে দলে ছিলেন সাকিব আল হাসান। ক্রিকেটের বাইবেলখ্যাত উইজডেনের পথ ধরে গত ১০ বছরের সেরা দল গড়েছে ক্রিকেট অস্ট্রেলিয়াও। টেস্টে জায়গা না হলেও ওয়ানডেতে অলরাউন্ডার হিসেবে তারা রেখেছে বাংলাদেশের সাকিবকে। ২০১০ সাল থেকে সাকিব খেলেছেন ১৩১ ম্যাচ। এই সময়কালে ১৭৭ উইকেটের পাশাপাশি করেছেন ৪২৭৬ রান। স্পিনারদের মধ্যে সাকিবের চেয়ে বেশি উইকেট নেই আর কারো। তাই উইজডেনের মতো ক্রিকেট অস্ট্রেলিয়াও বেছে নিয়েছে তাঁকে।

জানা গেছে, উইজডেনের ১১ জনের ৯ ক্রিকেটার আছেন এই দলে। জায়গা হয়নি শুধু ডেভিড ওয়ার্নার ও ডেল স্টেইনের। ওয়ার্নারের বদলে ক্রিকেট অস্ট্রেলিয়ার ওপেনার হিসেবে বেছে নেওয়া হয়েছে হাশিম আমলাকে। আর দক্ষিণ আফ্রিকান পেসার ডেল স্টেইনের জায়গায় লেগ স্পিনার রশিদ খানকে বেছে নেওয়া হয়েছে।

সর্বশেষ - খেলা