শনিবার , ৬ আগস্ট ২০১৬ | ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

কুক-হেলসে ঘুরে দাঁড়িয়েছে ইংল্যান্ড

Paris
আগস্ট ৬, ২০১৬ ১১:২৭ পূর্বাহ্ণ

 

সিল্কসিটিনিউজ ক্রীড়া ডেস্ক :

 

২০১৩ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে ডানেডিন টেস্টে ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসে উদ্বোধনী জুটিতে ২৩১ রান তুলেছিলেন অ্যালিস্টার কুক ও নিক কম্পটন। এরপর ৩৭ বার ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসে আর কোনো শতরানের জুটি হয়নি।

 

অবশেষে শুক্রবার এজবাস্টন টেস্টের তৃতীয় দিনে নিজেদের দ্বিতীয় ইনিংসে উদ্বোধনী জুটিতে অবিচ্ছিন্ন ১২০ রান তুললেন কুক ও অ্যালেক্স হেলস। আর তাদের শতরানের উদ্বোধনী জুটিতে এজবাস্টন টেস্টে ঘুরে দাঁড়িয়েছে ইংল্যান্ড।

 

১০৩ রানে পিছিয়ে থেকে তৃতীয় দিনের চা-বিরতির পর দ্বিতীয় ইনিংস শুরু করেছিল ইংল্যান্ড। কুক (৬৪*) ও হেলসের (৫০*) ফিফটিতে দিন শেষে ইংল্যান্ড ৩৫ ওভারে ১২০। লিড  ১৭ রানের।

 

এর আগে ৩ উইকেটে ২৫৭ রান নিয়ে খেলা শুরু করে ৪০০ রানে অলআউট হয়ে যায় পাকিস্তান। ইংলিশ বোলারদের দাপটে মিসবাহ-উল-হক (৫৬) ও সরফরাজ আহমেদ (৪৬) ছাড়া পাকিস্তানের আর কোনো ব্যাটসম্যান দাঁড়াতেই পারেননি।

 

সফরকারীদের শেষ ৫ উইকেট পড়েছে মাত্র ৪২ রানে। তিনটি করে উইকেট নিয়েছেন স্টুয়ার্ট ব্রড ও ক্রিস ওকস। জেমস অ্যান্ডারসনের ঝুলিতে জমা পড়েছে ২ উইকেট। বাকি দুটি রানআউট।

 

রাইজিংবিডি

সর্বশেষ - খেলা