বুধবার , ৭ অক্টোবর ২০২০ | ১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

কিরগিজিস্তানের সংসদ ও প্রেসিডেন্ট ভবন দখলে নিল বিক্ষোভকারীরা

Paris
অক্টোবর ৭, ২০২০ ৯:২১ পূর্বাহ্ণ

কিরগিজিস্তানের রাজধানী বিশকেকে সরকার-বিরোধী ব্যাপক বিক্ষোভ চলছে। বিক্ষোভকারীরা এরইমধ্যে দেশটির সংসদ ভবন ও প্রেসিডেন্ট প্রাসাদ দখল করে নিয়েছে।

গত রোববার অনুষ্ঠিত সংসদ নির্বাচনের ফলাফল বাতিলের দাবি থেকে বিক্ষোভের সূত্রপাত এবং এখন তা সরকার পতনের পর্যায়ে পৌঁছেছে।

রুশ বার্তাসংস্থা তাসের খবরে পার্সটুডের খবরে বলা হয়েছে, বিক্ষোভকারীরা মঙ্গলবার সকালে প্রেসিডেন্ট প্রাসাদের প্রধান ফটক ভেঙে ফেলে। ওই প্রাসাদ কম্পাউন্ডে দেশটির নিরাপত্তা বিভাগের সদর দপ্তর অবস্থিত। বিক্ষোভকারীদের আক্রমণের মুখে নিরাপত্তা প্রহরীর অবস্থান ছেড়ে চলে যায়।

এ সময় প্রেসিডেন্ট প্রাসাদের কম্পাউন্ডে অবস্থিত অন্য কয়েকটি ভবনে বিক্ষোভকারীরা আগুন লাগিয়ে দেয়। আর কিরগিজিস্তানের সাবেক প্রেসিডেন্ট আলমাজবেক আতামবায়েভকে কারাগার থেকে মুক্ত করে বিক্ষোভকারীরা।

কিরগিজিস্তানের বর্তমান প্রেসিডেন্ট সুরোনবাই জিনবেকভেল সঙ্গে দ্বন্দ্বের পর তিনি দুর্নীতির দায়ে দোষী সাব্যস্ত হন। এতে গত আগস্ট মাসে তাকে কারাদণ্ড দেয়া হয়েছিল।

এদিকে ব্যাপক বিক্ষোভের মধ্যে  প্রেসিডেন্ট সুরোনবাই কোথায় রয়েছেন তা জানা যাচ্ছে না। অবশ্য রুশ বার্তা সংস্থা স্পুটনিক প্রেসিডেন্ট সুরোনবাইয়ের মুখপাত্রের বরাত দিয়ে জানিয়েছে, প্রেসিডেন্ট রাজধানী বিশকেকেই রয়েছেন।

 

সূত্রঃ সময়

সর্বশেষ - আন্তর্জাতিক