শনিবার , ১ জানুয়ারি ২০২২ | ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

কিম গুরুত্ব দিলেন খাদ্যে, পরমাণু নয়

Paris
জানুয়ারি ১, ২০২২ ৫:৩২ অপরাহ্ণ

উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন স্থানীয় সময় শনিবার দেওয়া ভাষণে ২০২২ সালের মূল লক্ষ্য জানিয়েছেন। তিনি বলেছেন, পরমাণু অস্ত্র নয়; তার দেশের অর্থনৈতিক ও জীবনমান উন্নয়ন চান তিনি। ক্ষমতা গ্রহণের ১০ বছরে উপলক্ষে দেওয়া ভাষণে এ কথা বলেছেন তিনি।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে কিম জং উনকে উদ্ধৃত করে জানিয়েছে, উত্তর কোরিয়ার মানুষ মৃত্যুর সঙ্গে লড়াই করছে। চলমান সমস্যা কাটাতে নতুন বছরে মানুষের জীবনযাত্রা এবং অর্থনৈতিক উন্নয়ন হবে মূল লক্ষ্য।

অথচ কিম জং উন বেশিরভাগ সময় কথা বলতে গিয়ে এর আগে পরমাণু উন্নয়নের কথা বারবার বলেছেন। কিন্তু এবার তার মুখেই শোনা গেল ভিন্ন সুর।

অবশ্য করোনাভাইরাস মহামারি শুরু হওয়ার পর থেকেই অভ্যন্তরণীভাবে লকডাউনে চলে যায় কিম প্রশাসন। কিন্তু সারা বিশ্বের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় চরম খাদ্য সঙ্কট দেখা দিয়েছে উত্তর কোরিয়ায়।

সেই সঙ্কট কাটিয়ে উঠতে নিজের পরিকল্পনার কথা জানালেন কিম জং উন। তিনি বলেছেন, জাতীয় উন্নয়ন এবং সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নয়নের দিকে নজর দেওয়া হবে।

 

সূত্রঃ কালের কণ্ঠ

সর্বশেষ - আন্তর্জাতিক