শুক্রবার , ৩ জানুয়ারি ২০২০ | ১৬ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

কলকাতায় প্রবল বৃষ্টি সঙ্গে ঝড়ো হাওয়া

Paris
জানুয়ারি ৩, ২০২০ ৮:৩৪ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

গত কয়েকদিন ধরে ছিল ছুটির মরসুম। জানুয়ারীর ২ তারিখ থেকে আবারও স্বাভাবিক ছন্দে ফিরেছে শহরবাসী। তারই মধ্যে তাল কেটেছে বৃষ্টি। শুক্রবার থেকেই রাজ্যর বেশ কিছু জায়গাতে শুরু হয়েছে বৃষ্টিপাত সঙ্গে রয়েছে ঠাণ্ডা হাওয়ার কামড়। তবে তারই মাঝে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে আগামীকাল থেকে কমতে পারে বৃষ্টি।

আগেই পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, দুই মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ, ঝাড়গ্রামে বজ্র-বিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টিপাত হতে পারে বলে সতর্ক করা হয়েছিল। এছাড়াও জানানো হয়েছিল বৃষ্টির সঙ্গে থাকবে ঝোড়ো হাওয়ার দাপটও। হাওয়া অফিস জানিয়েছিল, পশ্চিমী ঝঞ্ঝা এবং পুবালি হাওয়ার সংঘাতে এই বৃষ্টি শুরু হয়েছে। এছাড়া জানানো হয়েছিল রাজ্যর বেশ কয়েক জায়গাতে হতে পারে শিলা বৃষ্টিও।

তবে এদিন আলিপুর আবহাওয়া দফতরের তরফ থেকে শোনা গেল আশার বাণী। জানানো হয়েছে রবিবার থেকে পরিষ্কার হবে  সূত্আর: কলকাতা কাশ। এছাড়াও জানানো হয়েছে কাল থেকে কমবে বৃষ্টির পরিমাণ। তবে বৃষ্টি কমলেও বাড়বে ঠাণ্ডার দাপট। যার ফলে আসাহ্র আলো দেখছেন অনেকেই। এছাড়াও সকাল থেকে বৃষ্টি শুরু হওয়াতে ভোগান্তির শিকার হতে হয়েছিল নিত্যযাত্রীদের। অনেক জায়গাতে দেরী করে যানবাহন পাওয়াতে অসুবিধার মধ্যে পরেছিল অফিস যাত্রীরা।

তবে আলিপুর আবহাওয়া দফতরের তরফ থেকে জানানো হয়েছে বৃষ্টি হওয়ার ফলে কমবে তাপমাত্রা যার ফলে জাঁকিয়ে ঠাণ্ডা অনুভব করতে পারবেন মানুষজন। তবে কেবলমাত্র দক্ষিণবঙ্গের জেলাগুলিতেই বৃষ্টি কমবে বলে জানানো হয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি চলবে বলেও জানিয়েছেন আবহাওয়া দফতরের অধিকর্তারা। এছাড়াও জানানো হয়েছে সান্দাকফু সহ উত্তরে তুষারপাত হতে পারে বলেও জানিয়েছে হাওয়া অফিসের কর্তারা। এছাড়াও জানিয়েছেন আকাশ পরিষ্কার হওয়ার ফলে আবারও কমতে পারে কলকাতার তাপমাত্রা।

কলকাতা 24

সর্বশেষ - আন্তর্জাতিক