শুক্রবার , ১৮ অক্টোবর ২০২৪ | ২রা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

কলকাতার বর্ধমান মেডিক্যাল কলেজে ২৪ ঘণ্টায় ১৮ যমজ শিশুর জন্ম!

Paris
অক্টোবর ১৮, ২০২৪ ৮:৫৩ পূর্বাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক :

আশ্চর্য্য ঘটনা ঘটেছে পশ্চিমবঙ্গের বর্ধমান মেডিক্যাল কলেজে! ২৪ ঘণ্টার মধ্যে হাসপাতালটিতে জন্ম হয়েছে ১৮ যমজ শিশুর। শেষ কবে একই হাসপাতালে এই ছবি দেখা গিয়েছে মনে করতে পারছেন না কেউই।

হাসপাতালের সুপার তাপস ঘোষ জানাচ্ছেন, নবজাতকের মধ্যে ১১ জনই কন্যাকন্তান, ৭ জন পুত্রসন্তান। এমনকি জন্মের পর থেকে কারও কোনও শারীরিক অসুস্থতা দেখা যায়নি। সুস্থ রয়েছেন মায়েরাও। তবে চার শিশুর ওজন স্বাভাবিকের থেকে কম রয়েছে বলে জানা গেছে। তাদের এনআইসিইউ-তে রাখা হয়েছে। শারীরিক অবস্থা খারাপ নয়।

তিনি বলেন, যমজ শিশুর জন্ম সব সময়ই ঝুঁকিপূর্ণ। সিনিয়র ডাক্তারদের সঙ্গে হাত মিলিয়ে এই অসাধ্য সাধন করেছেন জুনিয়র ডাক্তাররাও। এদিকে একেবারে ১৮ যমজ শিশুর জন্মে খুশির হাওয়া গোটা হাসপাতালেই।

প্রসূতি বিভাগের প্রধান মলয় সরকার বলেন, অনেক গর্ভবতীকেই এখানে রেফার করা হয়। ফলে ভিড় থাকে। বহু ক্ষেত্রেই ঝুঁকিপূর্ণ প্রসব করাতে হয়। পরিসংখ্যান বলছে গড়ে ৮০ প্রসবের ক্ষেত্রে একটি যমজ সন্তান জন্মায়। কিন্তু এবারে ছবিটা একেবারে উল্টো। তিনিও এও বলছেন, একটি ছাড়া বাকি সব প্রসব হয়েছে সিজারিয়ান পদ্ধতিতে।

 

সূত্র: বাংলা ট্রিবিউন

সর্বশেষ - আন্তর্জাতিক