রবিবার , ২৮ জুন ২০২০ | ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

করোনায় আরেক চিকিৎসকের মৃত্যু

Paris
জুন ২৮, ২০২০ ৮:৩৩ পূর্বাহ্ণ

করোনাভাইরাসে মৃত্যুর মিছিল প্রতিনিয়ত দীর্ঘ হচ্ছে। যতই দিন যাচ্ছে এর তালিকা ততই বৃদ্ধি পাচ্ছে। এ ভাইরাসটিতে একের পর মারা যাচ্ছেন চিকিৎসকরা। এবার ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেলেন সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ (সিওমেক) হাসপাতালের মানসিক বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. গোপাল শংকর দে।

শনিবার রাত সাড়ে ৮টায় সিলেট মাউন্ট এডোরার আখালিয়া শাখায় মারা যান তিনি। সেখানে করোনা আইসোলেশন সেন্টারে চিকিৎসাধীন ছিলেন এ মনোরোগ বিশেষজ্ঞ।

অধ্যাপক গোপাল শংকর বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাইকিয়াট্রিস্টসের কার্যকরী কমিটির সদস্য ও প্রাক্তন সহ-সভাপতি।

তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ডা. মোহাম্মদ তারিকুল আলম। তিনি বলেন, ‘তিনি (গোপাল শংকর) বেশ কিছু দিন ধরে করোনায় আক্রান্ত ছিলেন। আজ (শনিবার) আমাদের সবাইকে শোকে মুহ্যমান করে মহাজাগতিক পথে যাত্রা করলেন। বাংলাদেশের মানসিক স্বাস্থ্যের উন্নয়নে তার অবদান অনস্বীকার্য। আমরা তার বিদেহী আত্মার শান্তি কামনা করি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।’

অধ্যাপক ডা. গোপাল শংকর একই মেডিকেল কলেজ থেকে এমবিবিএস সম্পন্ন করেন। তিনি ছিলেন সিওমেকের ১১তম ব্যাচের শিক্ষার্থী।

 

সুত্রঃ যুগান্তর

সর্বশেষ - জাতীয়