শনিবার , ১২ ডিসেম্বর ২০২০ | ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

করোনা: স্পেনের জনসংখ্যার প্রতি হাজারে ১ জনের মৃত্যু

Paris
ডিসেম্বর ১২, ২০২০ ১০:১৪ পূর্বাহ্ণ

বিশ্বজুড়ে তাণ্ডব চালাচ্ছে করোনাভাইরাস। আক্রান্ত ও মৃতের সংখ্যা বেড়েই চলেছে। এমন পরিস্থিতিতে সামনে এলো চাঞ্চল্যকর এক তথ্য। স্পেনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দেশটির প্রতি ১ হাজার বাসিন্দাদের মধ্যে একজন প্রাণ হারিয়েছে মহামারি করোনাভাইরাসে। দেশটিতে বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেছে ৪৭ হাজার ৩৪৪ জন। খবর আনাদোলু এজেন্সির।

জাতীয় পরিসংখ্যান ইনস্টিটিউটের দেওয়া তথ্য অনুযায়ী স্পেনের বর্তমান জনসংখ্যা ৪ কোটি ৭৩ লাখ তথা ৪.৭৩ মিলিয়ন। সে হিসেবে প্রতি ১ হাজার জনে একজন করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন। তবে ধারনা করা হচ্ছে দেশটিতে করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়া মানুষের সংখ্যা আরো বেশি।

জাতীয় পরিসংখ্যান ইনস্টিটিউটের দেওয়া তথ্য অনুযায়ী মার্চ, এপিল ও মে মাসেই স্পেনে মারা গেছে ৪৫ হাজার ৬৮৬ জন। যদিও স্বাস্থ্য মন্ত্রণালয় হিসাব করেছে ২৮ হাজার ৯৮৫ জনের মৃত্যুর। অবশ্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে কেবল তাদের মৃত্যুর হিসাব রয়েছে যারা করোনা শনাক্ত হওয়ার পর বাসায় কিংবা হাসপাতালে মারা গেছেন। এটা নিশ্চিত যে শুরুর দিকে স্পেনের করোনা টেস্ট করার সামর্থ ছিল সীমিত। সে সময় প্রয়োজন অনুযায়ী তারা টেস্ট করাতে পারেনি। রাখতে পারেনি সংক্রমণ ও মৃত্যুর হিসাবও।

 

সূত্রঃ বাংলাদেশ প্রতিদিন

সর্বশেষ - আন্তর্জাতিক