মঙ্গলবার , ২৭ সেপ্টেম্বর ২০১৬ | ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

ওমানের জালে ১০ গোল দিয়ে সেমিতে বাংলাদেশ

Paris
সেপ্টেম্বর ২৭, ২০১৬ ১১:১৮ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ক্রীড়া ডেস্ক:

গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপ হকির সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ।

 

মঙ্গলবার মাওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে গ্রুপে নিজেদের শেষ ম্যাচে ওমানকে ১০-০ গোলে উড়িয়ে দিয়েছে বাংলাদেশের যুবারা।

 

বাংলাদেশের পক্ষে ৩টি করে গোল করেছেন মোহাম্মদ মহসিন ও আশরাফুল ইসলাম। ফজলে রাব্বী করেন ২ গোল। এরশাদ হোসেন ও মাহবুব হোসেন করেন একটি করে গোল।

 

আগামী বৃহস্পতিবার সেমিফাইনালে পুল ‘এ’-এর চ্যাম্পিয়ন বাংলাদেশের প্রতিপক্ষ পুল ‘বি’র রানার্সআপ চাইনিজ তাইপে।

 

এর আগে গ্রুপের প্রথম ম্যাচে ভারতকে ৫-৪ গোলে হারিয়েছিল বাংলাদেশের যুবারা।

 

ওমানের বিপক্ষে ম্যাচের চতুর্থ মিনিটেই দারুণ হিটে গোলের সূচনা করেন মাহবুব। অষ্টম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন এরশাদ।

 

ষোড়শ মিনিটে স্কোরলাইন ৩-০ করেন মহসিন। খানিক বাদে স্বাগতিকদের ৪-০ গোলে এগিয়ে দেন রাব্বি। ২০ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন আশরাফুল। ২৯ মিনিটে নিজের দ্বিতীয় ও দলের ষষ্ঠ গোলটি করেন মহসিন।

 

৩৩ মিনিটে দ্বিতীয় পেনাল্টি থেকে নিজেদের দ্বিতীয় গোল করেন আশরাফুল। ফলে প্রথমার্ধেই ৭-০ গোলে এগিয়ে যায় বাংলাদেশ।

 

দ্বিতীয়ার্ধেও গোল-উৎসব অব্যাহত রাখে স্বাগতিকরা। ৫৩ মিনিটে মহসিন হ্যাটট্রিক পূরণ করে দলকে অষ্টম গোল এনে দেন। দলের নবম গোলটি করে হ্যাটট্রিকের আনন্দে মাতেন আশরাফুলও। আর দলের দশ নম্বর গোলটি করেছেন রাব্বি।

সূত্র: রাইজিংবিডি

সর্বশেষ - খেলা