এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের চতুর্থ বা সর্বশেষ স্তরের একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন শুরু হয়েছে আজ শনিবার। আগামীকাল রবিবার রাত ৮টা পর্যন্ত এ অনলাইন আবেদন কার্যক্রম চলবে।
তথ্য-উপাত্ত যাচাই-বাছাইয়ের পর ১ মার্চ মঙ্গলবার এর ফল প্রকাশ করা হবে। ভর্তি কার্যক্রম ২ মার্চ বুধবার থেকে ৩ মার্চ বৃহস্পতিবার বিকেল ৫টা পর্যন্ত চলবে।
আন্তঃজেলা সমন্বয় বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী এবার শিক্ষার্থীরা ১০টি কলেজে আবেদন করতে পারবে। এর আগের তিন ধাপে ৫-১০টি কলেজ বাছাইয়ের বাধ্যবাধকতা ছিল।
তৃতীয় পর্যায়েও যারা কলেজ পায়নি বা পছন্দের প্রতিষ্ঠানে ভর্তি হতে পারেনি, তাদের এ সুযোগ দেওয়া হয়েছে।
সূত্রঃ কালের কণ্ঠ