শনিবার , ১ সেপ্টেম্বর ২০১৮ | ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

এ বছর আসছে না পিক্সেল ওয়াচ

Paris
সেপ্টেম্বর ১, ২০১৮ ৩:৫৫ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

গুগল এবছর তাদের পিক্সেল ওয়াচ বাজারে আনছে না।

ধারণা করা হয়েছিলো, অ্যাপল ওয়াচ সিরিজ ৪ এর সঙ্গে টেক্কা দিতে নিজেদের পিক্সেল ওয়াচ বাজারে আনবে ইন্টারনেট জায়ান্টটি। কিন্তু সেই আশায় গুড়ে বালি।

শুক্রবার হার্ডওয়্যার রিকমেন্ডেশন ওয়েবসাইট টম’স গাইডে দেওয়া এক সাক্ষাৎকারে গুগলের ওয়্যার ওএসের ডিরেক্টর অব ইঞ্জিনিয়ারিং মাইলস বার এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, এখনও আমরা নিজস্ব পরিধেয় পণ্য আনার মতো অবস্থায় পৌঁছাতে পারিনি।

ঘড়ি নির্মাতা কোম্পানি ফোসিল, ট্যাগ হিউয়ের, মাইকেল কর্স তাদের ফোনে গুগলের  ওয়্যারওএস সফটওয়্যার ব্যবহার করছে। তাই আপাতত  গুগলের এখন যাবতীয় মনোযোগ নিজেদের স্মার্টওয়াচ পার্টনারদের দিকে।

স্মার্টওয়াচ না আনার একটা কারণ হতে পারে ওয়্যারওএস সফটওয়্যার। সম্প্রতি অনুষ্ঠিত আইএফএ ইভেন্টে  ওয়্যারওএস আনার ঘোষণা দেওয়া হয়। এ থেকে ধারণা করা হচ্ছে, গুগল পরিধেয় বাজারে হার্ডওয়ার পণ্য আনার চেয়ে সফটওয়্যার পণ্য আনতেই বেশি মনোযোগী।

ম্যাশেবল অবলম্বনে

সর্বশেষ - তথ্যপ্রযুক্তি