বুধবার , ১২ ফেব্রুয়ারি ২০২০ | ১৬ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

উহানে করোনা নিয়ে সচেতনতামূলক কমেডি করছেন ‘মিস্টার বিন’

Paris
ফেব্রুয়ারি ১২, ২০২০ ৯:২৭ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

করোনাভাইরাসের ঝুঁকির মধ্যে চীনের উহানে সচেতনতামূলক কাজ করে প্রশংসিত হয়েছেন ‘মিস্টার বিন’ খ্যাত কমেডিয়ান নিগেল ডিক্সন। উহানে থেকে করোনাভাইরাস মোকাবিলায় সবাইকে সচেতন করার কাজে নেমেছেন তিনি।

ভাইরাসটিতে এ পর্যন্ত ৪৩ হাজার লোক আক্রান্ত হয়েছেন। মারা গেছেন এক হাজার ১০০ জন। করোনাভাইরাস সংক্রমণের পর উহান শহরটি অচল করে দিয়েছে চীন।

মূলত ভাইরাসটির বিস্তার রোধে বেপরোয়া চেষ্টা থেকেই এমন উদ্যোগ নেয়া হয়েছে।

দ্য ডেইলি টেলিগ্রাফের খবরে বলা হয়, করোনাভাইরাসে আক্রান্ত চীনের হুবেই শহরে এসে আর নিজের বাড়িতে ফেরেন নি ‘মিস্টার বিন’। ব্রিটিশ এই নাগরিক নিজের দেশের সুরক্ষায় দেশে না ফেরার সিদ্ধান্ত নিয়েছেন। বর্তমানে হুবেই শহরে সচেতনতামূলক কমেডি তৈরি করে প্রচার করছেন তিনি।

নিগেল ডিক্সনের দাবি, নিজেকে নিরাপদ জায়গায় সরিয়ে নেয়ার মধ্য দিয়ে তিনি করোনাভাইরাস ছড়িয়ে দিতে চান না।

এখন উহানে থেকেই করোনাভাইরাস মোকাবিলায় সবাইকে সচেতন করার কাজে নেমেছেন ‘মিস্টার বিন’ খ্যাত এই কমেডিয়ান। করোনাভাইরাস নিয়ে ‘মিস্টার পিয়া’ নামে সচেতনতামূলক রসাত্মক সিরিজ বের করেছেন। ইতিমধ্যে সেগুলো চীনের সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে দিয়েছেন।

জানুয়ারির শুরুর দিকে উহানে যান নিগেল ডিক্সন। এর কিছুদিন পরেই দেশে ফিরে যাওয়ার কথা ছিল তার। তবে করোনাভাইরাস ছড়িয়ে যাওয়ার জেরে তিনি আর ফিরে যাননি। ব্রিটিশ নাগরিকদের দেশে ফিরিয়ে নিয়ে যাওয়ার খবরও ছিল তার কাছে। ফিরে যাওয়ার প্রস্তাব দেয়া হলেও থেকে যাওয়ার সিদ্ধান্ত নেন ব্রিটিশ এই কমেডিয়ান।

সর্বশেষ - আন্তর্জাতিক