উদাসীন পথিকের মনের ব্যথা!

এ কে সরকার শাওন
উদাসীন পথিকের মনের ব্যথা
জানে না তো কেউ;
দক্ষিন হাওয়া শুনবে তুমি
ক্ষানিকটা দাড়াও।।
সাজের মায়ায় আলো ছায়ায়
তাঁকেই স্মরণ করি;
মনের মাঝে বসত যাহার,
অষ্ট-প্রহর ধরি।
ফাগুন মাসের আগুন হাওয়া
প্রিয়ার বুকেও বয়,
শীতল হাওয়ার পরশ দিয়ে
মন ভুলিও তায়।
ক্লান্ত কায়ায় এলো-চুলে,
আপন আঙ্গিনায়;
বসবে যখন প্রিয়া আমার,
গোমরা মুখে হায়!!!
তুমি তখন শীতল পরশ
বুলিয়ে দিও গায়;
মন ভোলানো কথা বলে
তাঁর ঠোটে হাসি এনো;
তাঁর  হাসিই আমার হাসি
এই কথাটি জেনো।