বৃহস্পতিবার , ৩ ফেব্রুয়ারি ২০২২ | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

উইন্ডিজের বিপক্ষে সিরিজের আগে করোনায় জর্জরিত ভারতীয় দল

Paris
ফেব্রুয়ারি ৩, ২০২২ ৮:১৭ অপরাহ্ণ

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজ শুরুর আগেই শিখর ধাওয়ানসহ ভারতীয় দলের চার ক্রিকেটার ও তিন সাপোর্ট স্টাফ করোনা আক্রান্ত হয়েছেন। ফলে তড়িঘড়ি করে মায়াঙ্ক আগারওয়ালকে স্কোয়াডে যোগ করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। তাঁকে আহমেদাবাদে দলের সঙ্গে যোগ দিতে বলা হয়েছে।

ভারতীয় দলের দুই ওপেনার শিখর ধাওয়ান ও রুতুরাজ গায়কোয়াড় এবং মিডল অর্ডার ব্যাটার শ্রেয়াস আইয়ারের করোনা পরীক্ষার ফল পজিটিভ এসেছে।

পেসার নভদীপ সাইনিও করোনা আক্রান্ত। এ ছাড়া দলের ফিল্ডিং কোচ টি দিলীপ, নিরাপত্তার দায়িত্বে থাকা বি লোকেশ ও ম্যাসাজ থেরাপিস্ট রাজীব কুমারের রিপোর্টও পজিটিভ এসেছে। সবাইকে কোয়ারেন্টিনে রাখা হয়েছে।

দুই ওপেনার করোনা আক্রান্ত হওয়ায় মায়াঙ্ককে দলে নেওয়া হয়েছে। কারণ করোনা পরীক্ষার ফল নেগেটিভ না আসা পর্যন্ত ক্রিকেটাররা দলের সঙ্গে যোগ দিতে পারবেন না। তাই দরকার পড়লে মায়াঙ্ককে প্রথম একাদশে নেওয়া হবে।

৬ ফেব্রুয়ারি থেকে আহমেদাবাদে তিন ম্যাচের এক দিনের সিরিজ শুরু হওয়ার কথা। পরে ১৬ ফেব্রুয়ারি থেকে কলকাতায় শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। চোট কাটিয়ে দলে ফিরেছেন অধিনায়ক রোহিত শর্মা।

 

সূত্রঃ কালের কণ্ঠ

সর্বশেষ - খেলা