মঙ্গলবার , ২১ আগস্ট ২০১৮ | ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

ঈদের আগে বেরিয়ে আসছে আন্দোলনে আটক শিক্ষার্থীরা

Paris
আগস্ট ২১, ২০১৮ ৮:১৯ পূর্বাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

নিরাপদ সড়কের দাবিতে আন্দোলন চলাকালে গ্রেফতার বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ১৪ জন শিক্ষার্থী আজ জামিন পেয়ে কারাগার থেকে বেরিয়ে এসেছেন।

এ নিয়ে বিভিন্ন মামলায় গত দুই দিনে মোট ৫৬ জন শিক্ষার্থী জামিন পেলেন।

গত রোববার বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ৪২ জন ছাত্র জামিন পান।

গত ২৯শে জুলাই ঢাকায় বাস চাপা পড়ে দু’জন শিক্ষার্থীর মৃত্যুর পর নিরাপদ সড়কের দাবিতে স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীদের বিক্ষুব্ধ আন্দোলনের এক পর্যায়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও যোগ দেয়।

প্রায় এক সপ্তাহ ধরে চলা আন্দোলনের সময় পুলিশের সঙ্গে সংঘর্ষ, আওয়ামী লীগ কার্যালয় ভাঙচুরসহ বিভিন্ন অভিযোগে পুলিশ রাজধানীর বিভিন্ন থানায় মামলা দায়ের করে।

বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রায় শ’খানেক শিক্ষার্থী গ্রেপ্তারের বিষয়ে পুলিশ বলেছে, আন্দোলনের সময় অনলাইনে সামাজিক নেটওয়ার্কের মাধ্যমে উস্কানি দেয়া এবং সহিংসতায় অংশ নেওয়ার সুনির্দিষ্ট অভিযোগে তাদের গ্রেফতার করা হয়।

এরপর সাধারণ শিক্ষার্থীদের অনেকে বলেছিলেন, তাদের মধ্যে গ্রেপ্তার আতঙ্ক তৈরি হয়েছে।

ওদিকে, নিরাপদ সড়ক আন্দোলনের সময় গুজব ছড়ানোর অভিযোগ আটক কোটা সংস্কার আন্দোলনের নেতা লুৎফুন্নাহার লুমার জামিনের আবেদন আদালত নাকচ করে দিয়েছে।

রমনা থানায় তথ্য প্রযুক্তি আইনে দায়ের করা এই মামলায় সোমবার তার পক্ষে জামিনের আবেদন জানানো হয়েছিল।

পুলিশ গত ১৫ই অগাস্ট তাকে সিরাজগঞ্জ থেকে আটক করে।

নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনে সামাজিক মাধ্যমে গুজব ছড়ানোর অভিযোগ আনা হয়েছে কোটা সংস্কার আন্দোলনের নেতা লুৎফুন্নাহার লুমার বিরুদ্ধে।

 

সর্বশেষ - জাতীয়