রবিবার , ১৩ অক্টোবর ২০২৪ | ২৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

ইসরায়েলি হামলায় লেবাননে শতবর্ষী মসজিদ ধ্বংস

Paris
অক্টোবর ১৩, ২০২৪ ৯:২৮ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক :

দক্ষিণ লেবাননের একটি গ্রামে ১০০ বছরের পুরনো মসজিদ লক্ষ্য করে হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল। এতে মসজিদটি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। লেবাননের ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ) রবিবার এ তথ্য জানিয়েছে।

বার্তা সংস্থাটি জানায়, শত্রু বাহিনীর বিমান কেফার তিবনিত গ্রামের পুরনো মসজিদ লক্ষ্য করে হামলা চালায়।

এতে মসজিদটি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে।
গ্রামের মেয়র ফুয়াদ ইয়াসিন বলেন, সীমান্ত থেকে আট কিলোমিটার দূরে অবস্থিত গ্রামটির বাসিন্দাদের কাছে মসজিদটি অত্যন্ত প্রিয় ছিল। বিভিন্ন উত্সবে মসজিদের সামনের চত্বরে সবাই জড়ো হতো। মসজিদটি কমপক্ষে ১০০ বছরের পুরনো।

মসজিদে হামলায় তাত্ক্ষণিকভাবে কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি। গ্রামটির একটি বাজারেও হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। দক্ষিণাঞ্চলীয় আরেকটি শহরে একটি বাজারে হামলায় বেশ কয়েকজন নিহত হয়েছে। হামলায় বাজারটিতে আগুন ধরে যায় বলে লেবাননের রেড ক্রস জানিয়েছে।

লেবাননে হিজবুল্লাহ বাহিনীকে ধ্বংস করার নামে দক্ষিণ লেবাননসহ দেশটির বিভিন্ন স্থানে রক্তক্ষয়ী হামলা চালাচ্ছে ইসরায়েল। ইসরায়েলের অভিযানে লেবাননে এখন পর্যন্ত এক হাজার ২৬০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে। এ ছাড়া বাস্তুচ্যুত হয়েছে ১০ লাখেরও বেশি মানুষ।

 

সূত্র: কালের কণ্ঠ

সর্বশেষ - আন্তর্জাতিক