মঙ্গলবার , ১২ সেপ্টেম্বর ২০১৭ | ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

ইজিপ্টের নিরাপত্তাকর্মীদের কনভয়ে জঙ্গি হামলা, মৃত ১৮

Paris
সেপ্টেম্বর ১২, ২০১৭ ৮:৫৫ পূর্বাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ইজিপ্টের সিনাই পেনিনসুলায় নিরাপত্তাকর্মীদের একটি কনভয়ের উপর হামলা চালাল জঙ্গিরা৷ ঘটনায় ১৮ জন পুলিশ কর্মীর মৃত্যু হয়েছে৷ সূত্রের খবর, ঘটনার দায় স্বীকার করে নিয়েছে ইসলামিক স্টেট৷

অরিশের কাছে তিনটি অস্ত্র বোঝাই গাড়ি ও একটি সিগন্যাল জ্যামার গাড়ি উড়িয়ে দেওয়ার জন্য বিস্ফোরণ ঘটায় জঙ্গিরা৷ এরপর নিরাপত্তাকর্মীদের সঙ্গে জঙ্গিদের সংঘর্ষ হয়৷ অ্যাম্বুল্যান্সের উপরেও গুলি চালায় জঙ্গিরা৷ ঘটনায় ৪ জন জখম হন৷ মারা যান ১৮ নিরাপত্তাকর্মী৷ তাঁদের মধ্যে ২ জন পুলিশ অফিসার৷ বিস্ফোরণে একজন ব্রিগেডিয়ার জেনারেল তাঁর পা হারান৷ আহতদের অরিশ হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ সিনাইয়ের সুন্নি মুসলিমরা ঘটনার দায় স্বীকার করে নিয়েছে৷

২০১৩ সাল থেকে জঙ্গিরা প্রায় ১০০ পুলিশ কর্মীকে হত্যা করেছে৷ জুলাইয়ে উত্তর সিনাইয়ের কাছে একটি আত্মঘাতী বোমা বিস্ফোরণে ২৩ জন জওয়ানের মৃত্যু হয়৷ দেশের প্রধানমন্ত্রী ঘটনাটিকে “বিশ্বাসঘাতক ঘটনা” বলেছেন৷ সরকারের তরফে একটি বিবৃতিতে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী শেরিফ ইসমাইল এই ফৌজদারি কর্মকাণ্ডের বিরুদ্ধে লড়াইয়ের জন্য রাজ্যের দৃঢ় প্রতিজ্ঞ৷ নাগরিকদের নিরাপত্তার জন্য সর্বশক্তি দিয়ে লড়াই করা হবে৷ ঘটনার তীব্র নিন্দা করেছে রাষ্ট্রসংঘও৷

সর্বশেষ - আন্তর্জাতিক