বৃহস্পতিবার , ২১ এপ্রিল ২০২২ | ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

ইউনিয়ন পর্যায়ে ডাসকো’র গণতান্ত্রিক সংলাপ অনুষ্ঠিত

Paris
এপ্রিল ২১, ২০২২ ৪:০৮ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:

উন্নয়ন ও মানবাধিকার সংগঠন ‘ডাসকো ফাউন্ডেশন’ এর ইউনিয়ন পর্যায়ে গণতান্ত্রিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ এপ্রিল) সকাল ১০টায় চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নে স্থানীয় কর্তৃপক্ষের সাথে এই সংলাপ অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রবিউল ইসলাম। শারীরিক দূরুত্ব বজায় রেখে ও স্বাস্থ্যবিধি মেনে এই সভার আয়োজন করা হয়। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ইউনিয়ন পরিষদ সদস্যবৃন্দ, শিক্ষক, ইমাম, সি.এস.ও সদস্য এবং ডাসকো ফাউন্ডেশনের কর্মকর্তাবৃন্দ।

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বলেন, আমরা গণতান্ত্রিক এই সংলাপের মাধ্যমে আমাদের সমস্যাগুলো প্রতিরোধ করার চেষ্টা করব। আমরা আজ যে পরিকল্পনা করলাম তা বাস্তবায়নে সকলে একসাথে কাজ করব। বাল্য বিবাহ ও পারিবারিক সহিংসতা প্রতিরোধে আমরা যেন সমাজে একটা ইতিবাচক পরিবর্তন আনতে পারি সে বিষয়ে তিনি সকলের সহযোগিতা আশা করেন।

সুশীল সমাজের প্রতিনিধিরা তাদের মতামত ব্যক্ত করতে গিয়ে বলেন, আমরা যদি এখন থেকে বিষয়গুলো নিয়ে কাজ করি তাহলে সমস্যাগুলো অনেকাংশে কমে আসবে এবং আমাদের সমাজ একটি ইতিবাচক সমাজে পরিনত হবে।

এএইচ/এস

সর্বশেষ - রাজশাহীর খবর