শুক্রবার , ১৫ জুলাই ২০২২ | ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

ইউক্রেনের সেনা কমান্ডারদের হত্যার দাবি রাশিয়ার

Paris
জুলাই ১৫, ২০২২ ৯:৩১ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্কঃ

বৃহস্পতিবার ইউক্রেনের মধ্যভাগের অঞ্চল ভিনেৎসিয়ায় মিসাইল হামলা চালায় রাশিয়া। কৃষ্ণ সাগরে অবস্থানরত সাবমেরিন থেকে এ হামলা চালানো হয়।

ইউক্রেনের পক্ষ থেকে দাবি জানানো হয়েছে, ভিনেৎসিয়ার হামলায় অন্তত ২৩ জন নিহত হয়েছেন। এর মধ্যে রয়েছে দুইজন শিশুও।

শুক্রবার এ হামলার দায় স্বীকার করেছে রাশিয়া। তবে রাশিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে, বেসামরিক লোকদের ওপর হামলা চালানো হয়নি।

তারা দাবি করেছে, ভিনেৎসিয়ায় ইউক্রেনের সামরিক বাহিনীর কমান্ডারদের লক্ষ্য করে হামলা চালিয়েছে রুশ সেনারা।

রাশিয়া আরও দাবি করেছে, হামলা চালানো স্থানে বিদেশী অস্ত্র সরবরাহকারীদের নিয়ে আলোচনা করছিল ইউক্রেনের কমান্ডাররা। মিসাইল হামলায় সব কমান্ডার নিহত হয়েছে।

এ ব্যাপারে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বিবৃতিতে বলেছে, ১৪ জুলাই, ভিনেৎসিয়ার অফিসারদের একটি ভবনে কালিবার ক্রুস মিসাইল ছোঁড়া হয়।

বিবৃতিতে আরও বলা হয়, অফিসটিতে ইউক্রেনের সামরিক বাহিনীর কর্মকর্তারা বিদেশী অস্ত্র সরবরাহকারীদের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করছিল। হামলায় আলোচনায় অংশগ্রহণকারী সবাই নিহত হয়েছে।

তবে ইউক্রেনের পক্ষ থেকে দাবি করা হয়েছে, কোনো সামরিক স্থাপনায় হামলা হয়নি। হামলায় অন্তত ২৩ জন নিহত হয়েছেন। রাশিয়া যেখানে হামলা চালিয়েছে সেটি ছিল একটি কালচারাল প্রতিষ্ঠান যেটি অবসরপ্রাপ্ত কর্মকর্তারা ব্যবহার করত।

 

সুত্রঃ যুগান্তর

সর্বশেষ - আন্তর্জাতিক