রবিবার , ৬ মার্চ ২০২২ | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

ইউক্রেন চেরনোবিলে ‘ডার্টি বম্ব’ বানাচ্ছে, অভিযোগ রাশিয়ার

Paris
মার্চ ৬, ২০২২ ৮:৩৮ অপরাহ্ণ

রাশিয়ান গণমাধ্যম আজ রবিবার অজ্ঞাত একটি সূত্রের বরাত দিয়ে বলেছে, প্লুটোনিয়াম-ভিত্তিক (পারমাণবিক অস্ত্র) ‘ডার্টি বম্ব’ তৈরির কাছাকাছি ছিল ইউক্রেন। যদিও সূত্রটি এ ব্যাপারে কোনো প্রমাণ দিতে পারেনি।

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা চালানোর নির্দেশ দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পশ্চিমাপন্থী প্রতিবেশী ইউক্রেনকে ‘অসামরিকীকরণ’ এবং কিয়েভকে ন্যাটোতে যোগদান থেকে বিরত রাখার জন্য হামলাটি শুরু করা হয়েছে।

ন্যাটো সামরিক জোটে ইউক্রেনকে যুক্ত না করার ব্যাপারে রুশ দাবি অবশ্য পশ্চিমারা খারিজ করে দিয়েছে। ইউক্রেনে হামলার জেরে মস্কোর ওপর কঠোর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে পশ্চিমাদের তরফ থেকে। এ ছাড়া কিয়েভকে ভারী সামরিক এবং অন্যান্য সহায়তা দিয়ে প্রতিক্রিয়াও জানিয়েছে।

তাস, (টিএএসএস), আরআইএ এবং ইন্টারফ্যাক্স সংবাদ সংস্থা রবিবার রাশিয়ার ‘উপযুক্ত একটি সংস্থার প্রতিনিধি’কে উদ্ধৃত করে বলেছে, ২০০০ সালে বন্ধ করে দেওয়া চেরনোবিল পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পরমাণু অস্ত্র তৈরি করছে ইউক্রেন।

তবে ইউক্রেন প্রশাসন সাফ জানিয়ে দিয়েছে, সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর ১৯৯৪ সালেই পারমাণবিক অস্ত্র তারা ত্যাগ করেছে; পুনরায় পারমাণবিক ক্লাবে যোগ দেওয়ার কোনো পরিকল্পনা তাদের নেই।

ইউক্রেনে হামলা শুরুর কিছু আগে ভ্লাদিমির পুতিন অভিযোগ-ভরা বক্তৃতায় বলেছিলেন, নিজেদের পারমাণবিক অস্ত্র তৈরিতে সোভিয়েত (ইউনিয়নের) জ্ঞান ব্যবহার করছে ইউক্রেন। রাশিয়ার প্রেসিডেন্ট অবশ্য তাঁর এ দাবির পক্ষে কোনো প্রমাণ দেখাননি।

 

সূত্রঃ কালের কণ্ঠ

সর্বশেষ - আন্তর্জাতিক