সোমবার , ২১ মার্চ ২০২২ | ১লা আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

আলী আশফাককে ছাড়াই মালদ্বীপ দল

Paris
মার্চ ২১, ২০২২ ৯:২৮ পূর্বাহ্ণ

বাংলাদেশের বিপক্ষে অভিজ্ঞ ফুটবলার আলী আশফাককে ছাড়াই খেলতে হচ্ছে মালদ্বীপকে। ইনজুরির কারণে মালদ্বীপের ২৮ সদস্যের স্কোয়াডে জায়গা হয়নি ২০০৮ সাফ জয়ী এই ফুটবলারের।

চলতি মালদ্বীপ লিগে ক্লাব ভ্যালন্সিয়ার হয়ে চলমান লিগ ও প্রেসিডেন্ট কাপে এক মিনিটও খেলতে পারেননি আশফাক। গত ডিসেম্বরে থেকেই ইনজুরির কারণে মাঠের বাইরে আছেন তিনি।

বাংলাদেশের বিপক্ষে বরাবরই আলো ছড়িয়েছেন আশফাক। সর্বশেষ সাফ চ্যাম্পিয়নশিপেও বাংলাদেশের বিপক্ষে গোল করেন ৩৬ বছর বয়সী এই স্ট্রাইকার। এর আগে ২০১১ দিল্লি সাফ ও ২০১৫ কেরালা সাফে ভুগিয়েছেন বাংলাদেশকে।

আগামী ২৪ মার্চ মালেতে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে বাংলাদেশের মুখোমুখি হবে মালদ্বীপ

মালদ্বীপ স্কোয়াডঃ
আহমেদ নুমান, হুসাইন সিফাউ, রাইফ আহমেদ, আহমেদ হাসান, আহমেদ রিজওয়ান, হাসান নাঈম, মোহাম্মদ সাইফ, আহমেদ নাহিল, ওয়াহেদ, সামোহ আলি, মোহাম্মদ ওমায়র, ইব্রাহিম আইসাম, আসাদুল্লাহ আব্দুল্লাহ, হামজা মোহাম্মদ, আকরাম ঘানি, হাইশাম হাসান, ইরুফান, নাইজ হাসান, হুসাইন শরিফ, হুসাইন নিহান, হাসান শিফাজ, মাউদি হুসাইন, মোহাম্মদ শাফিউ, ইউসুফ মিসাম, আব্দুল্লাহ ইয়ামিন, আলি ফাসির, মোহাম্মদ ফয়সাল ও আমধান আলি।

 

সূত্রঃ কালের কণ্ঠ

সর্বশেষ - খেলা