শুক্রবার , ১১ ডিসেম্বর ২০২০ | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

আর্মেনিয়ায় সরকার পরিবর্তন চান এরদোয়ান

Paris
ডিসেম্বর ১১, ২০২০ ৪:০৮ অপরাহ্ণ

আর্মেনিয়ার সেনাবাহিনী যুদ্ধাপরাধ করেছে বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। আর্মেনিয়ার সেনারা শহর থেকে শুরু করে গ্রাম ও মসজিদ ধ্বংস করেছে বলে দাবি করেছেন তিনি।

এরদোয়ান মনে করেন, এ জন্য তাদের বিচার হওয়া উচিত। গতকাল বৃহস্পতিবার আজারবাইজানের বিজয় উৎসবে যোগ দিয়ে এ দাবি করেন তিনি।

অন্যদিকে এরদোয়ানের অভিযোগ প্রত্যাখ্যান করে আজারবাইজানের সেনাদের বিরুদ্ধে অভিযোগ করেছে আর্মেনিয়ার সেনাবাহিনী।

রাশিয়ার মধ্যস্থতায় আজারবাইজান ও আর্মেনিয়া চুক্তি করেছে। ফলে নাগোরনো-কারাবাখের বেশ কিছু এলাকার নিয়ন্ত্রণ আজারবাইজানের কাছে দিয়ে দিতে হয়েছে। যা জয় হিসেবেই দেখছে আজারবাইজান।

আর্মেনিয়ার বিরুদ্ধে যুদ্ধে বরাবরই আজারবাইজানের পক্ষে অবস্থান তুরস্কের। যার ফরে আজারবাইজানের জয় পাওয়া সহজ হয়েছে।

গতকাল বৃহস্পতিবার আজারবাইজানের বিজয় উৎসবে যোগ দিয়ে এরদোয়ান বলেন, এখানে আমরা সমবেত হয়েছি অসাধারণ জয়ের উৎসব করতে। আজারবাইজান নিজের ভূমি ফিরে পেয়েছে। তার মানে এই নয় যে সংঘাত শেষ হয়ে গেছে।

এরদোয়ান আরো বলেন, আর্মেনিয়ার নতুন সরকার কিছু শর্ত মানলে আজারবাইজানের সঙ্গে আঞ্চলিক সহযোগিতা হতে পারে। আশা করি আর্মেনিয়ার মানুষ নিজেদের বর্তমান নেতৃত্বের বোঝা থেকে মুক্তি পাবেন। এই নেতারাই অতীতে তাদের মিথ্যা কথা বলে বুঝিয়েছেন এবং দারিদ্র্যের মধ্যে ঠেলে দিয়েছেন।

সূত্র : ডয়চেভেলে।

সর্বশেষ - আন্তর্জাতিক