মঙ্গলবার , ১৭ সেপ্টেম্বর ২০২৪ | ২৫শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

আয়ের রেকর্ড, ‘অ্যানিমেল’-কে টপকে গেল ‘স্ত্রী ২’

Paris
সেপ্টেম্বর ১৭, ২০২৪ ১০:০৩ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক :

এক মাস ধরে ভারতীয় চলচ্চিত্রে একটাই রব- ‘স্ত্রী ২’। গণমাধ্যম থেকে দর্শকের চর্চা কিংবা বক্স অফিস- সবখানেই সিনেমাটির দাপট। নানা রেকর্ড গড়ে চমকে দিয়েছে সিনেমাটি। হিন্দি সিনেমার ইতিহাসে ভারতে সর্বোচ্চ আয়ের তালিকায় পৌঁছে গিয়েছে আগেই।

এবার রণবীর কাপুরের ‘এনিম্যাল’-এর আয়কেও টপকে গেল সিনেমাটি। এখন সামনে শুধুই শাহরুখ খানের ‘জওয়ান।’
বাণিজ্য চলচ্চিত্র বিশ্লেষক তরন আদর্শ মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) এক টুইট বার্তায় জানিয়েছেন, অ্যানিম্যালকে ছাড়িয়ে গেছে ‘স্ত্রী ২’। সিনেমাটি ভারতে মোট আয় এখন মোট ৫৮৩ কোটি রুপি।

শাহরুখ খানের ‘জওয়ান’ ভারতে সর্বাধিক উপার্জনকারী হিন্দি সিনেমার রেকর্ড ধরে রেখেছে। বাণিজ্য ওয়েবসাইট স্যাকনিল্কের রিপোর্ট অনুসারে, ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত সিনেমাটি ভারতে আয় করেছে ৬৪০ কোটি রুপি। জওয়ানকে এখনো টেক্কা দিতে না পারলেও রণবীর কাপুরের মারদাঙ্গা সিনেমা অ্যানিম্যালকে টপকে গেছে ‘স্ত্রী ২’। রণবীর কাপুর-অভিনীত অ্যানিমেল ভারতে ৫৫৩ কোটি রুপি আয় করেছিল।

এদিকে বক্স অফিসে রাজত্বের পাশাপাশি দর্শক ও সমালোচকদের কাছ থেকেও ব্যাপক প্রশংসা কুড়িয়েছে ‘স্ত্রী ২’। প্রথম কিস্তির পর দ্বিতীয় কিস্তিতেও গল্পে হরর ও কমেডি উপাদান ভরপুর দেখা গেছে। সেই সঙ্গে এর ভিএফএক্স-এর প্রশংসাও করছেন দর্শকরা।

২০১৮ সালে মুক্তি পায় রাজকুমার রাও এবং শ্রদ্ধা কাপুরের ‘স্ত্রী।’ প্রথম দিনে সেই সিনেমাটি ৬.৮২ কোটি টাকা আয় করে এবং প্রথম সপ্তাহে পৌঁছায় ৬০.৩৯ কোটিতে।

ভারতে ১২৯ কোটি আয় করে সুপারহিট হয় সিনেমাটি। এর পর থেকেই এটির সিক্যুয়েলের অপেক্ষায় ছিল দর্শকরা। অমর কৌশিক পরিচালিত সিনেমাটির সিক্যুয়েলে এবারও রয়েছেন রাজকুমার রাও, শ্রদ্ধা কাপুর, পঙ্কজ ত্রিপাঠি, অপরাক্ষিত খুরানা, অভিষেক ব্যানার্জিসহ একাধিক তারকা। একটি বিশেষ ক্যামিওতে রয়েছেন বরুণ ধাওয়ান।

 

সূত্র: কালের কণ্ঠ

সর্বশেষ - বিনোদন