বৃহস্পতিবার , ২৮ মে ২০২০ | ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

আম্ফানের ৭ দিন পরেই কালবৈশাখীর কবলে কলকাতা, নিহত ২

Paris
মে ২৮, ২০২০ ৯:২৬ পূর্বাহ্ণ

প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় আম্ফানের দাগ মিটতে না মিটতেই পশ্চিমবঙ্গে ফের তাণ্ডব চালিয়েছে ঝড়। বুধবার সন্ধ্যায় কলকাতা ও এর আশপাশের এলাকায় ওপর দিয়ে বয়ে গেছে শক্তিশালী কালবৈশাখী। এতে এ পর্যন্ত অন্তত দুইজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

মাত্র এক সপ্তাহ আগেই ঘণ্টায় ১৩৩ কিলোমিটার বেগে আঘাত হেনেছিল আম্ফান। গতকালের কালবৈশাখী এর চেয়ে কিছুটা কম, ঘণ্টায় প্রায় ৯৬ কিলোমিটার বেগে আঘাত হেনেছে। এর জেরে বুধবার সন্ধ্যায় ফের বিদ্যুৎহীন হয়ে পড়ে কলকাতা শহরের বিভিন্ন এলাকা।

ভারতীয় সংবাদমাধ্যম জানায়, বুধবার সন্ধা সাড়ে ৬টার দিকে কলকাতায় শুরু হয় কালবৈশাখীর দাপট। এতে হুগলির আরামবাগে গাছ পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আহত হয়েছন অন্তত দু’জন। এছাড়া দুর্গাপুরে বজ্রপাতে মারা গেছেন একজন।

পুলিশ জানিয়েছে, ঝড়ে কলকাতার রাসবিহারী অ্যাভিনিউ, শরৎ বসু রোড এবং লেক রোডের সংযোগস্থল, বেলেঘাটা মেন রোড, চাউল পট্টি রোড, নারকেলডাঙা মেন রোড, রাজা বসন্ত রায় রোডসহ বেশ কয়েকটি জায়গার গাছপালা ভেঙে পড়েছে। উত্তর ২৪ পরগনার বাগদায় প্রায় ৪০ মিনিট ধরে তাণ্ডব চালিয়েছে এ কালবৈশাখী।

কলকাতার বিদ্যুৎ অধিদপ্তর জানিয়েছে, অনেক চেষ্টার পর কলকাতার যেসব এলাকার বিদ্যুৎসংযোগ ফেরানো হয়েছিল, বুধবারের ঝড়ে তার বহু এলাকায় ফের বিদ্যুৎ চলে গেছে।

শুক্রবারও ঝড়-বৃষ্টি হতে পারে বলে পূর্ভাবাসে জানানো হয়েছে।

 

সুত্রঃ জাগো নিউজ

সর্বশেষ - আন্তর্জাতিক