মঙ্গলবার , ৩১ আগস্ট ২০২১ | ১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

আবারও সৌদি বিমান বন্দরে ড্রোন হামলা, বিমান বিধ্বস্ত

Paris
আগস্ট ৩১, ২০২১ ৬:১৯ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

আবারও সৌদি আরবের দক্ষিণ-পশ্চিম প্রদেশের আভা বিমানবন্দরে ড্রোন হামলা হয়েছে। এই হামলায় অন্তত আট জন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম গুলো। সেই সঙ্গে একটি যাত্রীবাহী বিমানও ধ্বংস হয়েছে বলে জানা গেছে।

গত ২৪ ঘণ্টার মধ্যে এই নিয়ে সৌদির ওই বিমানবন্দরে দ্বিতীয় বার ড্রোন হামলা হলো। তবে এখনো পর্যন্ত এই হামলার দায় নেয়নি কোনো জঙ্গি সংগঠন। বেশ কয়েক বছর ধরে ইয়েমেনে ইরানের মদতপুষ্ট সংগঠন ও সৌদির সেনাবাহিনীর নেতৃত্বাধীন সংগঠনের মধ্যে যুদ্ধ চলছে। সেই যুদ্ধের ফলেই এই হামলা কি না তা এখনও জানা যায়নি।

সৌদি সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে যে, ড্রোনটিকে আঘাত হানার আগেই তারা চিহ্নিত করেছিল। তা নাহলে আরো বেশি ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে হতো তাদের।

২০১৫ সাল থেকে ইয়েমেনে হুথি সংগঠনের বিরুদ্ধে যুদ্ধ চালাচ্ছে সৌদির সেনাবাহিনীর নেতৃত্বাধীন সংগঠন। সেই সময় থেকেই দেশের বিভিন্ন বিমানবন্দরকে টার্গেট করেছে বিদ্রোহীরা। শুধু বিমানবন্দর নয়, সৌদির অনেক সেনা ঘাঁটি ও তেল উত্তোলক কেন্দ্রগুলিকেও লক্ষ করেছে তারা।

সূত্র: কালের কন্ঠ

সর্বশেষ - আন্তর্জাতিক