রবিবার , ১১ অক্টোবর ২০২০ | ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

আত্রাইয়ে নিখোঁজের ৮দিন পর বৃদ্ধের ভাসমান লাশ উদ্ধার

Paris
অক্টোবর ১১, ২০২০ ৬:২২ অপরাহ্ণ

আত্রাই প্রতিনিধি :

নওগাঁর আত্রাইয়ে নিখোঁজের ৮দিন পর বিল থেকে আব্দুর রহমান (৬৩) নামের এক বৃদ্ধের ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার সকালে উপজেলার মনিয়ারী ইউনিয়নের কচুয়া বিল থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে প্রেরন করেছে। আব্দুর রহমান উপজেলার বাঁকা গ্রামের মৃত্যু গুল মোহাম্মদ এর ছেলে।

জানাযায়, আব্দুর রহমান গত ৪ অক্টোবর রবিবার বিকেলে বাড়ী থেকে আত্রাই যাওয়ার কথা বলে বের হয়ে যায়। এর পর সে আর বাড়ীতে ফিরে আসেনি। পরিবারের লোকজন অনেক খোঁজা খুজি করে কোথাও তার সন্ধান পায়নি। (আজ) রবিবার সকালে উপজেলার কচুয়া বিলে একটি লাশ ভাসমান দেখে স্থানীয়রা থানায় খবর দিলে সকালে আত্রাই থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

এব্যাপারে আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোসলিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্তের রির্পোট পেলে জানা যাবে তার মৃত্যুর কারণ। এব্যাপারে থানায় একটি ইউডি মামলা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

স/অ

সর্বশেষ - রাজশাহীর খবর