মঙ্গলবার , ১৯ ডিসেম্বর ২০১৭ | ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

আগামি ৫০ বছরেও বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে পারবেনা :এমপি দারা

Paris
ডিসেম্বর ১৯, ২০১৭ ৭:৫১ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:
দলের মধ্যে ভেদাভেদ করে কোন লাভ নেই। দলকে সুসংগঠিত করে বিএনপি-জামায়াতকে মোকাবেলা করতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আস্থাভাজন হতে হলে দলের স্বার্থে এক পতাকাতলে ঐক্যবদ্ধ হতে হবে। ২০০৮ সালের সংসদ নির্বাচনে এমপি নির্বাচিত হয়ে শান্তিপুর্ণভাবে বসবাসের সুযোগ করে দিয়েছি। আমরা ঐক্যবদ্ধ থাকলে আগামী ৫০ বছরেও বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে পারবেনা।

আজ মঙ্গলবার দুর্গাপুর উপজেলার ঝালুকা ইউনিয়নে সাড়ে ৩ কোটি টাকা ব্যয়ে ঝালুকা ডিগ্রী কলেজের চারতলা নতুন ভবন, বর্দ্ধনপুর, আন্দুয়া ও কালুপাড়ায় পাকা রাস্তার উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাজশাহী-৫(পুঠিয়া-দুর্গাপুর) আসনের এমপি এবং খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আব্দুল ওয়াদুদ দারা এসব কথা বলেন।

তিনি আরো বলেন, মানুষের ভাগ্যের পরিবর্তন করেছে বর্তমান আওয়ামীলীগ সরকার। বাংলাদেশকে উন্নত সমৃদ্ধশালী দেশে পরিণত করা হবে। ২০২১ সালেই বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হবে। সে লক্ষে বর্তমান সরকার জনগণের হাতের দোরগোড়ায় ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিচ্ছে। আর এই বিদ্যুৎ দেয়ার ফলে বাংলাদেশের অর্থনৈতিক চেহারা পরিবর্তন হয়েছে। আগামীতেও এ ধারা অব্যাহত থাকবে। আগামীর বাংলাদেশ হবে তথ্য ও প্রযুক্তি নির্ভর সোনার বাংলা হবে। আর এ যাত্রায় সামিল হতে হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নৌকা প্রতিককে বিজয়ী করতে হবে।

ব্যাপক পুলিশী নিরাপত্তার মধ্যে দিয়ে এ অনুষ্ঠানটি সম্পন্ন করা হয়। এ সময় ঝালুকা এলাকায় উত্তেজনা বিরাজ করে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার সাদাত, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি একেএম শামসুল ইসলাম, যগ্ম সম্পাদক আবু ওবায়দা মাসুম, রাজশাহী জেলা আওয়ামী লীগের সদস্য আব্দুর রাজ্জাক, দুর্গাপুর পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজাহার আলী, ঝালুকা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আকবর আলী, সাধারণ সম্পাদক সাইদুর রহমান, জেলা যুবলীগের সাবেক সহ-সভাপতি আব্দুল মান্নান, দুর্গাপুর উপজেলা যুবলীগের সাবেক সভাপতি সাখওয়াত হোসেন, উপজেলা যুবলীগের সভপতি শফিকুল আলম মিঠু, উপজেলা ছাত্রলীগের সভাপতি আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক শরিফুজ্জামান শরিফসহ প্রমুখ।

পরে এমপি আব্দুল ওয়াদুদ দারা ঝালূকা ইউনিয়নের কাঠালবাড়িয়া স্কুল এন্ড কলেজ মাঠে অনুষ্ঠিত বঙ্গবন্ধু স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন। এসময় তিনি হাজার হাজার দর্শকদের সাথে কুশল বিনিময় করেন।
স/শ

সর্বশেষ - রাজশাহীর খবর

আপনার জন্য নির্বাচিত

ফিনল্যান্ডে জেলহত্যা দিবস পালন

ছাত্রমৈত্রী রাজশাহী জেলা সাধারণ সম্পাদকের পদত্যাগ

২০২২ সালে কীভাবে করোনাকে পরাজিত করা সম্ভব, জানালেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রধান

রাজশাহীতে সরকারি নির্দেশনা না মানায় জাপান টোব্যাকোকে জরিমানা

বাঘায় কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ

সুনাম বাড়বে মিথুনের, ঝুঁকি নিতে পারেন মীন

ভারতের সাথে নৌপথে বাণিজ্যে রাজশাহীর অর্থনীতি গতিশীল হবে, বাড়বে কর্মসংস্থান : মেয়র লিটন

যুক্তরাষ্ট্রের নির্বাচনে রেকর্ড ১৪ বিলিয়ন ডলার ব্যয়

সালতামামি ২০১৯: নিত্যপণ্যে কেঁদেছে ভোক্তা সুদহারে বিনিয়োগকারী

সিংড়ায় ভেজাল ওষুধ-যৌন উত্তেজক সিরাপ ধ্বংস, দু’জনের কারাদণ্ড