আগস্টের পর পাকিস্তানে সর্বোচ্চ করোনা শনাক্ত

পাকিস্তানে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে পাঁচ হাজার ৪৭২ জন। গত বছরের ৪ আগস্টের পর সে দেশে এক দিনে সর্বোচ্চ শনাক্ত এটি।

গত ২৪ ঘণ্টায় দেশটিতে ৬২৮ জন করোনা থেকে সুস্থ হয়েছে। পাকিস্তানে মোট করোনা থেকে সেরে ওঠার সংখ্যা ১২ লাখ ৬৫ হাজার ২৩৯ জন।

বর্তমানে পাকিস্তানে করোনা আক্রান্ত অবস্থায় রয়েছে ৪৪ হাজার ৭১৭ জন। তাদের মধ্যে ৯০৮ জনের অবস্থা গুরুতর। পাকিস্তান সরকারের দেওয়া তথ্যানুসারে, গত ২৪ ঘণ্টায় আক্রান্তদের মধ্যে ৮১ জন গুরুতর অবস্থায় রয়েছে।

দেশটিতে করোনা পরীক্ষা করে আক্রান্ত হিসেবে শনাক্ত হওয়ার হার ৯.৫ শতাংশ। সর্বোচ্চ সংখ্যক আক্রান্তের ঘটনা সিন্ধু প্রদেশে। সেখানে তিন হাজার ৩৭৮ জন আক্রান্ত হয়েছে এক দিনেই। এছাড়া পাঞ্জাবে ১১২৭ জন এবং ইসলামাবাদে ৭০২ জন করোনা আক্রান্ত হয়েছে।

 

সূত্রঃ কালের কণ্ঠ