সিল্কসিটিনিউজ ডেস্ক :
বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, ‘আওয়ামী লীগের মধ্যে ভদ্রলোকের সংখ্যা খুবই কম, নেই বললেই চলে। বাংলাদেশের মানুষ কিন্তু আওয়ামী লীগকে ভদ্রলোক বলে না। কারণ, তারা গুণিজনের কদর দিতে জানে না।’
আজ রবিবার দুপুরে মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলের সন্তোষে ভাসানীর সমাধি প্রাঙ্গণে জেলা বিএনপি আয়োজিত স্মরণসভায় এসব কথা বলেন তিনি।
সুলতান সালাউদ্দিন টুকু বলেন, ‘মওলানা ভাসানীকে তার হাতে গড়া আওয়ামী লীগ কখনো সম্মান বা শ্রদ্ধা প্রদর্শন করেনি। স্বৈরাচার হাসিনা কখনো মওলানা ভাসানীর সমাধি জিয়ারত করতে আসেনি। কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়া ভাসানীর সমাধি জিয়ারত করেছেন। বিএনপি গুণী মানুষের সম্মান দিতে জানে।’
স্মরণসভায় জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, কেন্দ্রীয় নেতা আতাউর রহমান ঢালী, আবুল কালাম আজাদ, ওবায়দুল হক নাসির ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ ইকবালসহ আরও অনেকেই।
এর আগে, মওলানা আবদুল হামিদ খান ভাসানীর সমাধিতে সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ ও মোনাজাত করেন নেতাকর্মীরা।
সূত্র: বাংলাদেশ প্রতিদিন