রবিবার , ৩১ মে ২০২০ | ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

আইন না মানায় রোমানিয়ার প্রধানমন্ত্রীকে গুনতে হলো জরিমানা

Paris
মে ৩১, ২০২০ ১০:৩৬ পূর্বাহ্ণ

করোনার প্রকোপ গোটা বিশ্ব জুড়ে। করোনাকে রুখতে বিশ্বের প্রতিটি দেশ বেশ কিছু নিয়ম নীতি তৈরি করেছে। এবার রোমানিয়ায় এসব নিয়ম না মানায় জরিমানা গুণতে হয়েছে দেশটির প্রধানমন্ত্রী লুদোভিচ অর্বানকে।

করোনা মোকাবেলায় মাস্ক পরিধান করা এবং প্রকাশ্যে ধূমপান না করার প্রতি নিয়ম জারি করেছে রোমানিয়া। গেল সোমবার দুইটো নিয়ম অমান্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী। সে কারণে তাকে ৬৯০ ডলার অর্থাৎ প্রায় ৫৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সম্প্রতি একটি ছবি ভাইরাল হয় রোমানিয়ার প্রধানমন্ত্রীর। সেখানে দেখা যায় নিজ কার্যালয়ে মাস্ক না পরে বসে আছেন তিনি। তার সামনে বসে আছেন মন্ত্রী পরিষদের বেশ কয়েকজন সদস্য।  কেউ-ই মাস্ক পরেননি। তারা সবাই নিজ নিজ মাস্ক খুলে টেবিলে রেখে দিয়েছিলেন। পাশাপাশি সেখানে প্রকাশ্যে ধূমপান করছিলেন অর্বান। এই ছবি নিয়ে তুমুল সমালোচনার মুখে অর্বান জানান, ৫৭তম জন্মদিন উপলক্ষ্যে মন্ত্রী পরিষদের সদস্যরা দেখা করতে এসেছিলেন।

এই ঘটনার জের ধরে ৩০ মে জরিমানা পরিশোধ করেছেন অর্বান।

 

সুত্রঃ কালের কণ্ঠ

সর্বশেষ - আন্তর্জাতিক