মঙ্গলবার , ১৮ ডিসেম্বর ২০১৮ | ২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

অ্যাপলের পর গুগলের নতুন ক্যাম্পাস

Paris
ডিসেম্বর ১৮, ২০১৮ ৬:২৪ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

অ্যাপলের পর এবার নিউইয়র্কে নতুন কার্যালয় গড়ে তোলার ঘোষণা দিয়েছে গুগল।

এটির নাম হবে হাডসন স্কয়ার ক্যাম্পাস। এর নির্মাণ কাজ শেষ হবে ২০২০ সালে। আরও বেশ কিছু স্থাপনা গড়ে তোলা হবে ক্যাম্পাসটিকে ঘিরে। এ পরিকল্পনা বাস্তবায়নে সময় লাগবে আরও দুই বছর। পুরো প্রকল্পে বিনিয়োগ করা হবে এক বিলিয়ন বা ১০০ কোটি ডলার।

নিউইয়র্কভিত্তিক ক্যাম্পাসটি হবে গুগলের গ্লোবাল বিজনেস অর্গানাইজেশন। সেখানে সেলস ও পার্টনারশিপ টিমগুলো একত্রে কাজ করবে। ১৭ লাখ বর্গফুটের ক্যাম্পাসটিতে একসঙ্গে কাজ করতে পারবেন ১৪ হাজার কর্মী।

নিউইয়র্কে গুগলের আরও একটি বড় সড় কার্যালয় রয়েছে। এ ক্যাম্পাসে সাত হাজার কর্মী কাজ করছেন। তারা মূলত সার্চ, অ্যাড, ম্যাপস, ইউটিউব, ক্লাউড, রিসার্চ ও সেলস বিভাগে কাজ করেন। বিশাল আকারের এ ক্যাম্পাসের আয়তন ৪৭ লাখ বর্গফুট।

এদিকে, চলতি সপ্তাহে আরেক টেক জায়ান্ট অ্যাপলও নিজেদের দ্বিতীয় ক্যাম্পাস নির্মাণের ঘোষণা দিয়েছে। টেক্সাসের নর্থ অস্টিনে ৩৩ একরের ক্যাম্পাসটি নির্মাণে বিনিয়োগ করা হবে এক বিলিয়ন ডলার।

নতুন ক্যাম্পাসে ইঞ্জিনিয়ারিং, রিসার্চ ও ডেভেলপমেন্ট, ফিন্যান্স ও সেলস বিভাগে কর্মী নিয়োগ দেওয়া হবে। প্রথম দফায় চাকরিতে নিয়োগ দেওয়া হবে পাঁচ হাজার কর্মীকে। এরপরে বাকি ১৫ হাজার কর্মীকে নিয়োগ দেওয়া হবে।

গত মাসে ইকমার্স জায়ান্ট অ্যামাজনও ভার্জিনিয়ার লং আইল্যান্ডে দ্বিতীয় ক্যাম্পাস তৈরির ঘোষণা দিয়েছে। এতে কর্মসংস্থান হবে ২৫ হাজার কর্মীর।

দ্য ভার্জ ও নাইনটুফাইভ গুগল অবলম্বনে

সর্বশেষ - বিজ্ঞান ও প্রযুক্তি