সোমবার , ১৬ নভেম্বর ২০২০ | ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড হয়তো আমাকে সন্দেহ করছে: সাকিব

Paris
নভেম্বর ১৬, ২০২০ ৯:২২ অপরাহ্ণ

অস্ট্রেলিয়ার জনপ্রিয় টুর্নামেন্ট বিগ ব্যাশে ২০১৩-১৪ মৌসুমে অ্যাডিলেড স্ট্রাইকার্সের হয়ে বিগ ব্যাশ (বিবিএল) অভিষেক হয়েছিল সাকিব আল হাসানের। বাংলাদেশ সেরা এই ক্রিকেটারের আশা ছিল বিবিএলের আসন্ন সংস্করণেও খেলার।

কিন্তু বাদসাধল ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। দুর্নীতির বিরুদ্ধে ‘শূন্য সহিষ্ণুতা’র নীতির দরুন সাকিব বিবিএল খেলার আগ্রহ প্রকাশের পরই মুখের ওপর না করে দিয়েছে সিএ।

জুয়াড়িদের কাছ থেকে ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব পেয়ে তা গোপন করায় ২০১৯ সালের অক্টোবরে এক বছরের জন্য নিষিদ্ধ হয়েছিলেন সাকিব। শাস্তির মেয়াদ শেষ হয়েছে গত মাসের ২৯ অক্টোবর। এরপরই বিভিন্ন টুর্নামেন্টে খেলার জন্য আগ্রহ প্রকাশ করেন সাকিব।

সম্প্রতি ডেইলি টেলিগ্রাফকে সাকিব আল হাসান বলেছেন, সবার মনের ভেতর কী আছে, সেটা জানা সহজ নয়। অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড (সিএ) হয়তো আমাকে নিয়ে সন্দেহ করছে। অথবা আমার ওপর আস্থা রাখতে পারছে না। আমি তা অস্বীকার করছি না।

আগামী ১০ ডিসেম্বর শুরু হওয়ার কথা রয়েছে বিগ ব্যাশ।

 

 

সূত্রঃ যুগান্তর

সর্বশেষ - খেলা