রবিবার , ২৪ ফেব্রুয়ারি ২০১৯ | ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

অবশেষে ঠাকুরগাঁওয়ে বিজিবির বিরুদ্ধে মামলা

Paris
ফেব্রুয়ারি ২৪, ২০১৯ ৫:১২ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার বহরমপুর গ্রামে বিজিবি-গ্রামবাসীর সঙ্গে সংঘর্ষের ঘটনায় নিহত ৩ জনের পরিবারের পক্ষ থেকে বিজিবির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

রোববার দুপুরে ঠাকুরগাঁও হরিপুর আমলি আদালতে তিনটি মামলার অভিযোগপত্র দাখিল করেছেন নিহতদের স্বজনরা।

এসব মামলায় বিজিবি-৫০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তুহিন মোহাম্মদ মাসুদসহ বিজিবির ৭ সদস্যের নাম উল্লেখ ও ১০০ জনকে অজ্ঞাতনামা আসামি দেখানো হয়েছে।

বাদীপক্ষের আইনজীবী নুরুল ইসলাম এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

মামলার বাদীরা হলেন নিহত নবাবের বাবা নজরুল ইসলাম, নিহত সাদেকের ভাই বাসেদ ও নিহত শিশু জয়নালের বাবা নুর ইসলাম।

মামলার আইনজীবী নুরুল ইসলাম জানান, থানায় এই বাদীদের মামলা গ্রহণ না করায় রোববার আদালতের শরণাপন্ন হয়েছেন বাদীরা। মামলায় আদেশের জন্য বিচারক ফারহানা খান আগামী ৬ মার্চ মামলার পরবর্তী শুনানির তারিখ ধার্য করেছেন।

উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি হরিপুর উপজেলার বহরামপুর গ্রামে গরু জব্দ করাকে কেন্দ্র করে বিজিবি ও গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনায় ৩ জন নিহত হন।

সর্বশেষ - জাতীয়