সোমবার , ১০ এপ্রিল ২০১৭ | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

গাধা রপ্তানি করবে পাকিস্তান

Paris
এপ্রিল ১০, ২০১৭ ৭:৫৬ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

চীনে গাধা রপ্তানি  করতে যাচ্ছে পাকিস্তান। শত কোটি রুপির খরচ করে পাকিস্তান সরকার ‘গাধা উন্নয়ন প্রকল্প’ চালুর পরিকল্পনা প্রণয়ন করেছে। পাকিস্তানের সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউনের বরাত দিয়ে সোমবার এনডিটিভি অনলাইন এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়েছে, এই প্রকল্পের জন্য সরকার দেশটির উত্তর-পশ্চিমের সীমান্তবর্তী প্রদেশ খাইবার-পাখতুনখাওয়াকে বেছে নিয়েছে। এখানে ৯৫০ কোটি রুপি খরচ করে ‘খাইবার-পাখতুনখাওয়া দীর্ঘমেয়াদি গাধা উন্নয়ন প্রকল্প’ চালু করা হবে। এর মাধ্যমে গাধার প্রজনন সক্ষমতা বৃদ্ধি ও উন্নত প্রজাতির গাধা উৎপাদনে কাজ করা হবে। এসব গাধা চীনে রপ্তানি করতে চাইছে সরকার।

প্রসঙ্গত, চীনের গাধার ব্যাপক চাহিদা রয়েছে। দেশটিতে ওষুধ ও বিভিন্ন জিনিস উৎপাদনে গাধা ব্যবহার করা হয়।

এক সরকারি কর্মকর্তা এ সংক্রান্ত প্রস্তাবের নথিতে বলেছেন, ‘প্রস্তাবিত প্রকল্পের মাধ্যমে স্থানীয় গাধার স্বাস্থ্য ও উৎপাদন বৃদ্ধির মাধ্যমে গাধা প্রতিপালন সম্প্রদায়ের আর্থ-সামাজিক মর্যাদার উন্নয়ন ঘটবে।’

সূত্র: রাইজিংবিডি

সর্বশেষ - আন্তর্জাতিক