সোমবার , ১০ এপ্রিল ২০১৭ | ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

কতটুকু দেশ বিক্রি করলাম আপনারাই ভালো জানেন : শেখ হাসিনা

Paris
এপ্রিল ১০, ২০১৭ ৭:২৫ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

চারদিনের ভারত সফরের শেষ দিনে ব্যবসায়ীদের উদ্দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘ভারতের কাছে কতটুকু দেশ বিক্রি করলাম আপনারাই ভালো জানে

 

আজ সোমবার নয়াদিল্লিতে ভারত-বাংলাদেশ বিজনেস ফোরামের অনুষ্ঠানে দেওয়া ভাষণে এ কথা বলেন শেখ হাসিনা।

 

প্রধানমন্ত্রী বলেন, ‘বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দিয়ে অনেক সমস্যা সমাধান করা যায়, যেটা ঝগড়া করে করা যায় না। এটাই হচ্ছে বাস্তবতা। আমি এখানে আসার আগে আমাদের দেশে অনেক কিছু শুনলাম। আমি যাচ্ছি, দেশ বেচে দেব। এটা করব, সেটা করব।’

 

শেখ হাসিনা বলেন, ‘আপনারা, ব্যবসায়ীরা আমাকে দেখছেন, কতটুকু কী বিক্রি করলাম সেটা তো আপনারাই ভালো জানবেন। কাজেই এ ধরনের কথা যারা বলে, তারা আসলেই অর্বাচীন, অথবা উদ্দেশ্যপ্রণোদিতভাবে বলে। আপনারাই তো বলতে পারবেন যে বেচে দিলাম, না নিয়ে গেলাম, এটা আপনারাই বলতে পারবেন। আমার এখানে বলার কিছু নেই।’

 

এছাড়া বিজেপির থিংক ট্যাংক হিসেবে পরিচিত ইন্ডিয়া ফাউন্ডেশনের এক আলাদা সংবর্ধনা অনুষ্ঠানে শেখ হাসিনা বলেন, তিস্তা চুক্তি নিয়ে মমতা ব্যানার্জির বিকল্প পথ নয়, তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ওপর আস্থা রাখতে চান।

সূত্র: এনটিভি

সর্বশেষ - জাতীয়